শিরোনাম
◈ জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: মুফতি ফয়জুল করীম ◈ ‌ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বি‌সি‌বির টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন ◈ শুধু একাত্তর না, সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোনো ‘ভুল’ করে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন শফিকুর রহমান (ভিডিও) ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ নিয়ে যা জানা গেল ◈ ‘নতুন আরপিওতে বড় পরিবর্তন: পলাতক অযোগ্য, দুর্নীতির প্রমাণে ভোট বাতিল করতে পারবে ইসি’ (ভিডিও) ◈ বিএনপির প্রস্তাব বিবেচনায় নিলে আসন্ন নির্বাচন হবে মাইলফলক: মঈন খান ◈ বিচারকরা সরকারি পদে থাকতে চাইলেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় বাধা সংবিধান অনুযায়ী ◈ ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ◈ কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল ◈ অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার

মুসফিরাহ হাবীব : #মি টু ঝড়ে উত্তাল বলিউডে এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কোরিওগ্রাফার সালমান ইউসুফ খান। ৩০ জানুয়ারি মুম্বাইয়ের ওশিয়ারা থানায় সালমানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক নৃত্যশিল্পী। বিষয়টি খতিয়ে দেখার পর রোববার সালমান ইউসুফ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই নৃত্যশিল্পীর অভিযোগ, ওশিয়ারায় একটি কফি শপে সালমানের সঙ্গে তার আলাপ হয়। সেখানেই তাকে দুবাইয়ে একটি অনুষ্ঠানে সালমান তার সঙ্গে পারফর্ম করার প্রস্তাব দেন। এরপর কফি শপ থেকে সালমান ওই শিল্পীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যাওয়ার সময় গাড়ির মধ্যেই তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন।

নৃত্যশিল্পীটির আরো অভিযোগ, তিনি ওই ব্যবহারের প্রতিবাদ করলে সালমান বলেছিলেন এ ধরনের ঘটনা বলিউডে ঘটেই থাকে। এফআইআর এ আরো বলা হয়, সালমানের ম্যানেজার ওই নৃত্যশিল্পী ও তার দলকে দুবাইয়ে পারফর্ম করার জন্য গতবছর ২০ আগস্ট ফোন করেছিলেন। দুবাইতে পারফর্ম করতে যাওয়ার পর সালমান ও তার সঙ্গীরা তাকে ও দলেন আরো কয়েকজনকে যৌন হেনস্থা করেন।

আরেকটি শো’য়ের প্রস্তাব দিয়ে বাহরাইনের একটি রিসোর্টে ওই শিল্পীকে রাত কাটানোর প্রস্তাবও দেন তিনি। এরপর ফের দুবাই ফেরার পথে গাড়িতে তাকে খারাপভাবে স্পর্শ করেন সালমান। দুবাই থেকে ফিরেই এর বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিলে নৃত্যশিল্পী ও তার দলের কয়েকজনকে হুমকি দেওয়া হয়।

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সালমান ইউসুফ খান 'ডান্স ইন্ডিয়া ডান্স' শো’য়ের চ্যাম্পিয়ন ছিলেন। এখন তিনি বলিউডের সফল কোরিওগ্রাফার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়