শিরোনাম
◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীর মাধ্যমে গুপ্তচরবৃত্তিতে চীনের ব্যাপারে সতর্ক করলো এফবিআই

আব্দুর রাজ্জাক : শিক্ষার্থীর মাধ্যমে গুপ্তচরবৃত্তিতে চীনের ব্যাপারে সতর্ক করলো মার্কিন গোয়েন্দারা। বেইজিং তাদের যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাধ্যমে গোপনে মার্কিন মেধা চুরি করছে বলে অভিযোগ করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সিএনএন

এফবিআই গত শুক্রবার জানায়, ২০১৫ সালের আগস্টে শিকাগো রাজ্যে বসবাসরত চীনা একজন ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ‘মিডটার্ম টেস্ট কোশ্চেনস’ নামে একটি ঠিকানায় মেইল পাঠিয়েছিলো। এটি কোন শিক্ষা সংক্রান্ত ঠিকানা নয় এবং পরীক্ষা সংক্রান্ত কোন সাইটও নয় বরং চীনা গোয়েন্দা সংস্থার সাইট।

প্রায় ২ বছর পর সেই ইমেইলটি এফবিআই তদন্তের আওতায় আনে। শিকাগোর দক্ষিণাঞ্চলীয় জেলা ওহাইওতে সন্দেহভাজন একজন চীনা উচ্চপর্যায়ের গুপ্তচরের বিষয়ে তদন্ত করতে গিয়ে জি চাওকুন নামে সেই ইমেইল লেখকের সম্পৃক্ততা পাওয়া যায়। ইমেইলটির মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কন্ট্রাক্টর শাখা থেকে তথ্য পাচারের চেষ্টা করা হয়েছিলো বলে এফবিআই অভিযোগ করেছে।

তদন্তাধিন চীনা সন্দেহভাজন গুপ্তচর মার্কিন ফেডারেল রিজার্ভের কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন এবং চাওকুনকেও সেখানে নিয়োগ দেয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে গত সেপ্টেম্বরে তাকেও আটক করা হয়েছে।

চীনের চাহিদা অনুযায়ী মার্কিন কোম্পানি ও প্রতিষ্ঠানের গোপন তথ্য সংগ্রহ করতে দেশটি প্রতিবছর সাড়ে ৩ লাখের মতো শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়ায়। তাদের অনেককেই গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হয় বলে মার্কিন সাবেক এবং বর্তমান গোয়েন্দা অভিযোগ করেছেন।

গুপ্তচরবৃত্তির কাজগুলো শিক্ষার্থীরা নিজের থেকে করে না বরং চীন সরকার তাদের নিয়োগ করে এবং এর মাধ্যমে বিশ্বকে তারা হুমকির মুখে ফেলছে বলে মার্কিন গোয়েন্দারা অভিযোগ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়