মতিনুজ্জামান মিটু : ভারতে ভোটের মুখে কৃষকদের মন জয় করতে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে ছয় হাজার করে টাকা দিচ্ছে কেন্দ্র। ‘প্রধানমন্ত্রী কিষাণ যোজনা’ প্রকল্পের আওতায় সরাসরি কৃষকদের হিসাবে জমা পড়বে এই সহায়তা। দেশটির অন্তর্বর্তীকালিন বাজেটে নতুন এই প্রকল্প ঘোষণা করলেন মন্ত্রী পীযূষ গয়াল। এই প্রকল্পে ২ হেক্টরের কম জমির মালিকদের সাহায্য করতে বছরে ৬০০০ টাকা করে দেবে কেন্দ্র। গয়ালের দাবি, এই প্রকল্পে ১২ কোটি কৃষক পরিবার উপকার পাবে।
বাজেটে গো-রক্ষায় নয়া প্রকল্পের ঘোষণাও করেছেন পীযূষ গয়াল। গো-প্রজনন এবং রক্ষণাবেক্ষণে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ‘রাষ্ট্রীয় গোকুল যোজনা’ নামে এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৭৫০ কোটি টাকা। এছাড়া মাছ চাষে উৎসাহ দিতে এবং সাহায্য করতে আলাদা দপ্তর গঠন করার প্রস্তাবও দেওয়া হয়েছে অন্তর্বর্তী বাজেটে।
সরকারের সাফল্য তুলে ধরতে গয়াল এদিন দাবি করেন, জিডিপি বৃদ্ধির হার বেড়েছে। বৃদ্ধি পেয়েছে বিদেশি বিনিয়োগ। উল্টো দিকে কমে গিয়েছে মুদ্রাস্ফীতির হার। এ ছাড়া গয়ালের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহ নির্মাণের পরিমাণ তিন গুণ বেড়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরির পরিমাণও বেড়েছে তিন গুণ। সুত্র: আনন্দবাজার পত্রিকা