শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার গণধর্ষণ মামলায় তিন ধর্ষক ঢাকায় গ্রেফতার

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আলিম সিটি গেটস্থ আটরা রেললাইন কলাবাগান এলাকায় পরিত্যক্ত ভবনের ছাদে এসএসসি পরীক্ষার্থী (১৬) গণধর্ষণ মামলায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

খানজাহান আলী থানা পুলিশ ঢাকার বাড্ডা কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করে। দুপুরে থানায় হাজির করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- খানজাহান আলী থানার আটরা এলাকার মৃত আমজাদ শিকদারের পুত্র মো. সাগর আলী (২৬), মসিয়ালী এলাকার মৃত রেনু মিয়ার পুত্র মো. বিল্লাল (৩০) ও মসিয়ালী ১ নং ওয়ার্ড এলাকার মৃত টোকন আলীর পুত্র মো: শফিক (২৬)।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ কবির হোসেন জানান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শেখ ইমরানের নেতৃত্বে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের একটি টীম বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তিন ধর্ষককে ঢাকার বাড্ডার কুড়িল বিশ্ব রোড পোষ্ট অফিস গলি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করে ১৬৪ ধারায় জবাবন্দি রেকর্ড করা হবে।

এর আগে ২৮ জানুয়ারি গ্রেফতারকৃত তিন বন্ধু ওই এসএসসি পরীক্ষার্থীকে কৌশলে মটরসাইকেলে তুলে নিয়ে তার ভাবীর বাড়ী ফুলতলা উপজেলার দামোদরে নিয়ে যায়। সেখানে দুপুরের খাবারের পর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে আলিম সিটিগেট রেললাইন মিজানের পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে গণধর্ষণ করে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়। ওই ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ২৮ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত তিনজনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়