শিরোনাম
◈ মো‌দি আমার বন্ধু, শাহবাজ উদার ম‌নের মানুষ, ভারত-পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে: ট্রাম্প ◈ ১৪ মাসে ১৪ বার সদলবলে বিদেশ সফর, এবার প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত ◈ সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ  ◈ ঢাকা মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার, যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম ◈ পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে ◈ জর্ডা‌নের স‌ঙ্গে ড্র কর‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব  ◈ শিবির সমর্থিত প্যানেলের জন্য আনা ৮০০ প্যাকেট খাবার ফেরত পাঠাল রাকসু নির্বাচন কমিশন ◈ চীনের উত্থানে বদলে যাচ্ছে আঞ্চলিক অর্থনীতি: বাংলাদেশের কৌশল কী?

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার গণধর্ষণ মামলায় তিন ধর্ষক ঢাকায় গ্রেফতার

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আলিম সিটি গেটস্থ আটরা রেললাইন কলাবাগান এলাকায় পরিত্যক্ত ভবনের ছাদে এসএসসি পরীক্ষার্থী (১৬) গণধর্ষণ মামলায় তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

খানজাহান আলী থানা পুলিশ ঢাকার বাড্ডা কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করে। দুপুরে থানায় হাজির করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে- খানজাহান আলী থানার আটরা এলাকার মৃত আমজাদ শিকদারের পুত্র মো. সাগর আলী (২৬), মসিয়ালী এলাকার মৃত রেনু মিয়ার পুত্র মো. বিল্লাল (৩০) ও মসিয়ালী ১ নং ওয়ার্ড এলাকার মৃত টোকন আলীর পুত্র মো: শফিক (২৬)।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ কবির হোসেন জানান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শেখ ইমরানের নেতৃত্বে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের একটি টীম বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তিন ধর্ষককে ঢাকার বাড্ডার কুড়িল বিশ্ব রোড পোষ্ট অফিস গলি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করে ১৬৪ ধারায় জবাবন্দি রেকর্ড করা হবে।

এর আগে ২৮ জানুয়ারি গ্রেফতারকৃত তিন বন্ধু ওই এসএসসি পরীক্ষার্থীকে কৌশলে মটরসাইকেলে তুলে নিয়ে তার ভাবীর বাড়ী ফুলতলা উপজেলার দামোদরে নিয়ে যায়। সেখানে দুপুরের খাবারের পর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সন্ধ্যার দিকে আলিম সিটিগেট রেললাইন মিজানের পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে গণধর্ষণ করে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়। ওই ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে ২৮ জানুয়ারি খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত তিনজনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়