নিউজ ডেস্ক : আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা-১৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এনামুর রহমান। মানবতার ফেরিওয়ালা খ্যাত এই চিকিৎসক বর্তমানে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। মন্ত্রীত্বের আগে তার পরিচয় একজন চিকিৎসক হিসেবে।
মন্ত্রীত্ব পেলেও তার মূলমন্ত্র যে চিকিৎসা সেবা নিশ্চিত করা তার প্রমাণ দিলেন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। আজ মঙ্গলবার ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রম পরিদর্শনে গিয়ে পুরোদস্তুর রোগী দেখেই সময় পার করেছেন তিনি।
সরকারি সফরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে মিয়ানমার থেকে বল পূর্বক বাস্তুচ্যূত অসুস্থ্য রোহিঙ্গা নারী ও শিশুদের চিকিৎসাসেবা দিয়েছেন ডা. এনামুর রহমান।
প্রথমে উখিয়ার বালুখালিতে তুরুস্কের ফিল্ড হসপিটালে গিয়ে হাসপাতালটির কার্যক্রম প্রত্যক্ষ করেন তিনি। সেখানে নারী ও শিশুদের চিকিৎসা সেবা চলছিল। বেশ কিছুক্ষণ কার্যক্রম পরিদর্শন করে পরে নিজেই চিকিৎসাসেবা দিতে শুরু করেন। পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ এবং একজন চিকিৎসক।’
মন্ত্রী হয়েও রোহিঙ্গা নারী ও শিশুদের চিকিৎসা দানের বিষয়টি নজরকাড়ে উপস্থিত সকলের। এ সময় একজন সাংসদের কাছ থেকে এরুপ সেবা পেয়ে উপস্থিত সকলেই তার প্রসংশা করেন। দৈনিক আমাদেরসময়