রমজান আলী: মুদ্রানীতির মাধ্যমে আগামীতে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়ানো ও পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে। এসব লক্ষ্যেই প্রণয়ন করা হচ্ছে নতুন মুদ্রানীতি। বুধবার এ মুদ্রানীতি ঘোষণা করা হবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এসব লক্ষ্য নির্ধারণ করে চলতি অর্থবছরের শেষার্ধের অর্থাৎ জানুয়ারি থেকে জুন মেয়াদের নতুন মুদ্রানীতির খসড়া অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। পরিচালনা পর্ষদের সদস্যরা এতে উপস্থিত থাকবেন।
ডিসেম্বরের পর মুদ্রানীতি বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ঘোষিত মুদ্রানীতি প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হয়। এই ধরাবাহিকতায় জুলাইয়ে ঘোষিত মুদ্রানীতির বেশকিছু পরিবর্তন এনে জানুয়ারি-জুন মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।
সূত্র জানায়, এবারের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়ানোর কৌশল থাকছে। এ লক্ষ্যে সরকারি বিনিয়োগ বাড়ানো হবে। সরকারি বিনিয়োগ বাড়লে বেসরকারি বিনিয়োগও বাড়বে। তখন ঋণের চাহিদাও বাড়বে। একই সঙ্গে অনুৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ কমানো হবে।
এছাড়া নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও কুটিরশিল্প, এসএমই খাতে ঋণের জোগান বাড়ানো হবে। বড় শিল্পে ও কৃষি খাতে ঋণের যোগান বাড়াতেও থাকবে বিশেষ উদ্যোগ। এসব পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ঠেকানোর উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক প্রতি অর্থবছরে দুই দফায় মুদ্রানীতি ঘোষণা করে। প্রথমে বাজেট পাস হওয়ার পর জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করে। তবে ওই সময়ে পুরো অর্থবছরের একটি লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়।
মুদ্রানীতি : বৈঠক সূত্র জানায়, দীর্ঘসময় ধরে দেশে বিনিয়োগে মন্দা চলছে। এ কারণে কর্মসংস্থানের হার প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। জাতীয় নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসার পর ব্যবসায়ীদের প্রত্যাশা বেড়েছে। তারা মনে করছে নতুন মুদ্রানীতির মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর কৌশল নেয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকও উদ্যোক্তাদের এ প্রত্যাশাকে সামনে রেখে মুদ্রানীতিকে এবার সাজিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেছেন, নতুন মুদ্রানীতিতে ক্ষুদ্র ও কুটিরশিল্প এবং নারী উদ্যোক্তাদের ঋণের জোগান দেয়ার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।