ইসমাঈল ইমু : রাজধানীর ফকিরাপুলে অপরা আক্তার লুসি (২৪) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ফকিরাপুলের এক নম্বর গলি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ভবনের ওপর থেকে ফেলে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাপুলের এক নম্বর গলিতে ঢোকার মুখে আটতলা ও পাঁচ তলা ভবন রয়েছে। এই দুটি ভবনের মধ্যে ফাঁকা জায়গায় সোমবার বিকেলে এক তরুণীর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে স্থানীয়রা জানান।
মতিঝিল থানা পুলিশ জানিয়েছে, ফকিরাপুলের ১ নম্বর সড়কে ২২১ নম্বর বাড়ির পাশে লুসি নামে একটি মেয়ের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাশের কোনো ভবন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।