শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাদ পড়লেন রেনশ, দলে ফিরেছেন স্টোইনিস

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে স্কোয়াডে যুক্ত করা হয়েছে অনভিষিক্ত অলরাউন্ডার মার্কাস স্টয়েনিসকে। বাদ দেওয়া হয়েছে ম্যাট রেন’শকে। অবশ্য প্রথম টেস্টের সেরা একাদশেও জায়গা পাননি তিনি। মূলত বিশ ব্যাশের দল ব্রিসবেন হিটের হয়ে খেলার জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরেক পেসার পিটার সিডলকেও অনুমতি দেওয়া হয়েছে বিগ ব্যাশে খেলতে। তিনি অবশ্য খেলে আবার দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ দিবেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে তার গড় ৩৩.৬১। আর বল হাতে গড় ৪২.৩৬। যদিও সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন তিনি। জানান দিয়েছেন লংগার ভার্সনেও খেলার জন্য প্রস্তুত তিনি।তার বিষয়ে জাতীয় দলের নির্বাচক ট্রেভর হোন্স বলেন, ‘এই মৌসুমে স্টয়েনিস একজন ধারাবাহিক পারফরমার। প্রথম শ্রেণির ক্রিকেটেও সে বল ও ব্যাট হাতে নজর কেড়েছে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজেও ভালো করেছে সে।

শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট শুরু হবে ১ ফেব্রুয়ারি। প্রথম টেস্টটি ইনিংস ও ৪০ রানে তিনদিনেই জিতে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড : টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), জো বার্নস, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, ত্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, কুর্টিস প্যাটার্সন, উইল পুকোভস্কি, মার্কাস স্টয়েনিস, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক ও পিটার সিডল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়