শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নিউজিল্যান্ড বধ অসম্ভব কিছু না : ভিসে

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলা ডেভিড ভিসে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স দেখে মুগ্ধ। বিশেষ করে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে অসাধারণ বাংলাদেশ। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভিসে।

তবে এর আগে নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনের সাথে টাইগারদের যত দ্রুত সম্ভব মানিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিকূল কন্ডিশন হলেও নিউজিল্যান্ডে নিজেদের সামর্থ্যরে প্রমাণ ২০১৬-১৭ মৌসুমেই দিয়েছিল বাংলাদেশ, মনে করিয়ে দিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। তখনকার বাংলাদেশের চেয়ে এখনকার বাংলাদেশ আরও বেশি শক্তিশালী। তাই কিউদের বিপক্ষে সিরিজ জেতা অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না ভিসের কাছে।

তার ভাষায়, ‘দুই বছর আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে জিততে না পারলেও, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলেছে। আর দল হিসেবে যেভাবে উন্নতি করছে, তাতে করে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয় অসম্ভব কিছুই দেখছি না। তবে তার আগে কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।’

গত সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টুয়েন্টি কিংবা টেস্ট কোন সিরিজেই জিততে পারেনি টাইগাররা। এমনকি তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি এবং দুটি টেস্টের একটি ম্যাচও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সফরকারীরা।

তবে ছেড়ে কথা বলেনি তারা। চোখে চোখ রেখে লড়াই করেছে। খেলেছে সমানে সমানে। কিন্তু প্রতিবারই শেষ হাসিটা হেসেছে স্বাগতিক দলই। এবার তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে পাড়ি দিবে টাইগাররা। আগামী ১৩ই ফেবব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়