শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নিউজিল্যান্ড বধ অসম্ভব কিছু না : ভিসে

নিজস্ব প্রতিবেদক : বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে খেলা ডেভিড ভিসে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স দেখে মুগ্ধ। বিশেষ করে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে অসাধারণ বাংলাদেশ। তাই আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ভিসে।

তবে এর আগে নিউজিল্যান্ডের প্রতিকূল কন্ডিশনের সাথে টাইগারদের যত দ্রুত সম্ভব মানিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রতিকূল কন্ডিশন হলেও নিউজিল্যান্ডে নিজেদের সামর্থ্যরে প্রমাণ ২০১৬-১৭ মৌসুমেই দিয়েছিল বাংলাদেশ, মনে করিয়ে দিয়েছেন প্রোটিয়া এই অলরাউন্ডার। তখনকার বাংলাদেশের চেয়ে এখনকার বাংলাদেশ আরও বেশি শক্তিশালী। তাই কিউদের বিপক্ষে সিরিজ জেতা অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না ভিসের কাছে।

তার ভাষায়, ‘দুই বছর আগে বাংলাদেশ নিউজিল্যান্ডে জিততে না পারলেও, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলেছে। আর দল হিসেবে যেভাবে উন্নতি করছে, তাতে করে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয় অসম্ভব কিছুই দেখছি না। তবে তার আগে কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।’

গত সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টুয়েন্টি কিংবা টেস্ট কোন সিরিজেই জিততে পারেনি টাইগাররা। এমনকি তিনটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি এবং দুটি টেস্টের একটি ম্যাচও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সফরকারীরা।

তবে ছেড়ে কথা বলেনি তারা। চোখে চোখ রেখে লড়াই করেছে। খেলেছে সমানে সমানে। কিন্তু প্রতিবারই শেষ হাসিটা হেসেছে স্বাগতিক দলই। এবার তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে পাড়ি দিবে টাইগাররা। আগামী ১৩ই ফেবব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়