শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো মাথাচাড়া দেয়ার চেষ্টায় যুদ্ধাপরাধী জামায়াত

সাজিয়া আক্তার : যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব রটিয়ে পাঁচ বছর আগে সাতক্ষীরাকে অস্থির করে তুলেছিলো জামায়াতে ইসলামী। এবার জেলার দুই আসনে প্রার্থী দিয়ে আবারো মাথাচাড়া দেয়ার চেষ্টায় এই দলটি। অন্যদিকে ভোটের মাঠে মহাজোটের বিভক্তি এখনো স্পষ্ট। সূত্র : এটিএন নিউজ

সাতক্ষীরা জেলার ৪টি নির্বাচনী আসনেই বিএনপি-জামায়াতের একক প্রার্থী। ধানের শীষ নিয়ে দুটিতে বিএনপি ও দুটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী। এর বিপরীতে ৩টি আসনে মহাজোটের ভোট ভাগাভাগি হচ্ছে একাধিক প্রার্থী থাকায়। সদর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের আব্দুল খালেক। তার বিপরীতে ২ ভাগ মহাজোট। নৌকার প্রার্থী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক রবির ভোট ব্যাংকে ভাগ বসাতে যাচ্ছেন লাঙ্গল মার্কার প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন।

সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম বলেছেন, সাতক্ষীরা এখন দ্বিধাবিভক্ত হয়ে আছে। যার কারণে মহাজোটগতভাবে কোনো ভোট হচ্ছে না। যার যার দল এবং ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে ভোট হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যে যেই দল করে সে সেই দলের কথাই বলে। এখানে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। যারা উন্নয়মূলক কাজ করবে আমরা তাকেই ভোট দেবো। এখানে ধর্মের কথা বললে মানুষ সেটার দিকেই ঝোঁকে, যার কারণে জামায়াত এটার সুযোগ নিচ্ছে।

সাতক্ষীরা-৪ আসনে রীতিমতো ৩ ভাগ মাহাজোট। নৌকার এস. এম জগলুল হায়দার, লাঙ্গলের আব্দুল সাত্তার মোড়লকে ছাপিয়ে আলোচনায় মহাজোটের নতুন দল বিকল্পধারার প্রার্থী গোলাম রেজা। এই ভাগাভাগিতে সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ নিয়ে অনেকটা নিশ্চিন্তে জামায়াতের গাজী নজরুল ইসলামের কর্মী সমর্থকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়