শিরোনাম
◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে  ◈ রাজধানীতে ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি ◈ বড় জয়ে নারী কাবা‌ডি বিশ্বকাপ শুরু ভারতের ◈ আবেদনের ‘পাঁচ মিনিটেই’কুয়েতে মিলছে ফ্যামিলি ভিজিট ভিসা ◈ সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো মাথাচাড়া দেয়ার চেষ্টায় যুদ্ধাপরাধী জামায়াত

সাজিয়া আক্তার : যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব রটিয়ে পাঁচ বছর আগে সাতক্ষীরাকে অস্থির করে তুলেছিলো জামায়াতে ইসলামী। এবার জেলার দুই আসনে প্রার্থী দিয়ে আবারো মাথাচাড়া দেয়ার চেষ্টায় এই দলটি। অন্যদিকে ভোটের মাঠে মহাজোটের বিভক্তি এখনো স্পষ্ট। সূত্র : এটিএন নিউজ

সাতক্ষীরা জেলার ৪টি নির্বাচনী আসনেই বিএনপি-জামায়াতের একক প্রার্থী। ধানের শীষ নিয়ে দুটিতে বিএনপি ও দুটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী। এর বিপরীতে ৩টি আসনে মহাজোটের ভোট ভাগাভাগি হচ্ছে একাধিক প্রার্থী থাকায়। সদর উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াতের আব্দুল খালেক। তার বিপরীতে ২ ভাগ মহাজোট। নৌকার প্রার্থী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক রবির ভোট ব্যাংকে ভাগ বসাতে যাচ্ছেন লাঙ্গল মার্কার প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন।

সাতক্ষীরা নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহিম বলেছেন, সাতক্ষীরা এখন দ্বিধাবিভক্ত হয়ে আছে। যার কারণে মহাজোটগতভাবে কোনো ভোট হচ্ছে না। যার যার দল এবং ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে ভোট হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, যে যেই দল করে সে সেই দলের কথাই বলে। এখানে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। যারা উন্নয়মূলক কাজ করবে আমরা তাকেই ভোট দেবো। এখানে ধর্মের কথা বললে মানুষ সেটার দিকেই ঝোঁকে, যার কারণে জামায়াত এটার সুযোগ নিচ্ছে।

সাতক্ষীরা-৪ আসনে রীতিমতো ৩ ভাগ মাহাজোট। নৌকার এস. এম জগলুল হায়দার, লাঙ্গলের আব্দুল সাত্তার মোড়লকে ছাপিয়ে আলোচনায় মহাজোটের নতুন দল বিকল্পধারার প্রার্থী গোলাম রেজা। এই ভাগাভাগিতে সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষ নিয়ে অনেকটা নিশ্চিন্তে জামায়াতের গাজী নজরুল ইসলামের কর্মী সমর্থকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়