শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএবি’র সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে : আশরাফ আলী আকন

রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ সত্যের, কল্যাণের, ন্যায় ও সুশাসনের পক্ষে এ দলের নির্বাচনী জনসভায় ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার দলের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাতে তিনি এ কথা বলেন।

আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র সারাদেশের প্রতিটি নির্বাচনী জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এতে দলের নীতি নির্ধারকরা মনে করেন সরকার দেশে সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, ভোটাধিকার, নিরাপত্তা ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে। যার ফলে মানুষ একটি মুক্তির পথ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নিয়েছে। এ কারণে দলটির প্রতি মানুষের সমর্থন ও সহযোগিতা দিনদিন বেড়েই চলেছে।
তিনি বলেন, দেশ জাতি ও মানবতার পক্ষে কাজ করলে এবং নীতি আদর্শের উপর টিকে থাকলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একদিন এ দেশের মানুষ ক্ষমতায় বসাবে। মানুষ এ দলে সম্পৃক্ত হওয়ার আরও কারণ হলো দলটির নেতা-কর্মীরা কোন ধ্বংসাত্বক, হিংসাত্বক, জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী নয়। দলটির নেতা-কর্মীরা অতীতে কখনো এসব কর্মকা-ে জড়িত হয়নি, ভবিষ্যতেও হবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছে দেশের মানুষ কখনো নিরাপদ নয়, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাছে দেশের সর্বস্তরের মানুষ নিরাপদ। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আমাদের দলের একাদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করা হবে। নির্বাচনী ইশতেহারে থাকবে দেশের মানুষের চাহিদা পূরণের উপযোগী একটি কর্মসূচি। এটা কোন গতানুগতিক নয়, রাজনীতিতে গুণগত আমূল পরিবর্তনের একটি অঙ্গীকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়