রাশিদ রিয়াজ : ইরান বলেছে, পাকিস্তান -ইরান অভিন্ন সীমান্তে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। শুক্রবার অভিন্ন সীমান্তে চোরাগোপ্তা সন্ত্রাসী হামলায় ছয় পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর এ ঘোষণা দিলো ইরান।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি সীমান্ত চৌকিতে হামলার কঠোর নিন্দাও জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। পাশাপাশি তিনি এ ঘটনায় নিহতদের জন্য পাক সরকার, নিহত ব্যক্তিদের পরিবার ও পাক জনগণের প্রতি গভীর শোক জানান। একই সঙ্গে আহতদের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন তিনি।
তিনি বলেন, এ অঞ্চলে সব ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের এক টহল দলের ওপর চোরাগোপ্তা হামলায় অন্তত ৬ নিহত এবং ১৪ আহত হয়েছে। গুলি বিনিময়ের সময়ে হামলাকারীদের অন্তত চার জন আহত হয়েছে। পার্বত্য এলাকা কেচে এ হামলা গত শুক্রবার চালানো হয়েছে। হামলায় দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ। পারসটুডে