শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:২৭ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মজুরী কাঠামো নিয়ে অসন্তোষ থাকলে তা ঠিক করা হবে : শ্রম প্রতিমন্ত্রী

আনিস তপন : নতুন মজুরী কাঠামো নিয়ে কোনো অসন্তুষ্টি থাকলে তা নির্বাচনের পর আলোচনা করে ঠিক করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। শনিবার সচিবালয়ে গার্মেন্টস শিল্পের চলমান শ্রম পরিস্থিতি নিয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির এক জরুরী বৈঠকে এই কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় ধর্মঘটী শ্রমিকদের তাদের কাজে ফিরে যাওয়ারও আহবান জানান তিনি।

আগামী ১৭ ডিসেম্বর থেকে সকল শ্রমিককে কাজে যোগ দেয়ার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরী কাঠামোতে কোন প্রকার অসামঞ্জস্য থাকলে জানুয়ারী মাসে সকলের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হবে। মুজিবুল হক চুন্নু বলেন, নতুন মজুরী কাঠামোর গেজেট প্রকাশিত হওয়ার পর মজুরী কাঠামোর দু-একটি ধাপ নিয়ে শ্রমিকদের মাঝে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। অসন্তোষ সৃষ্টি হওয়ার ফলে নারায়নগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় কিছু কারখানাতে কাজ বন্ধ রেখে বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে তারা। কোনো গ্রেডেই বেতন কমবে না উল্লেখ করে তিনি বলেন, জানুয়ারী মাসে নতুন কাঠামোতে মজুরী পেলে শ্রমিকদের ভুল বুঝাবুঝির অবসান হবে।

কারখানা পর্যায়ে নতুন মজুরী কাঠামো নিয়ে শ্রমিকদের মাঝে স্পষ্ট ধরণা দিতে আহবান জানিয়ে প্রতিমন্ত্রী মালিক-শ্রমিক সম্পর্ক আরও সৌহার্যপূর্ণ করারও আবেদন জানান।

মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, কালকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. সামসুজ্জামান ভূইয়া, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ বায়, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন এবং শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালিক-শ্রমিক প্রতিনিধিবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়