শিরোনাম
◈ ঐকমত্য কমিশনকে ঐক্য ধরে রাখার আহ্বান ৫৩ নাগরিকের ◈ ৪১ বছর পর ওয়ানডে ক্রিকে‌টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউ‌জিল‌্যান্ড  ◈ ‌পিচ কিউরেটর গা‌মি‌নিকে প্রথ‌মে ক‌রে‌ছে মিরপুরছাড়া এবার তা‌কে দেশছাড়া করছে বিসিবি  ◈ এশিয়া কাপের ট্রফি দু'এক দি‌নের ম‌ধ্যে ভারতীয় বো‌র্ডে পৌঁছা‌বে, না এ‌লে বিকল্প ব‌্যবস্থা: বি‌সি‌সিআই স‌চিব ◈ ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম হবে ছয় বছরে সর্বনিম্ন: বিশ্বব্যাংক ◈ ‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল ◈ ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: ইসি আনোয়ারুল ◈ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেয়া হবে: র‍্যাব ◈ এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব সৃষ্টি করেছে জামায়াত: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৪ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুদ্ধিজীবীদের কেনা যায়: শহিদুল আলম

রবিন আকরাম : বুদ্ধিজীবীরা জোরালো ভূমিকা না রেখে গুটিয়ে যাচ্ছে মন্তব্য করে আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম বলেছেন, বুদ্ধিজীবীদের তো কেনা যায়, তাদের পোষা যায়। যারা পোষা বুদ্ধিজীবী নয়, তাদেরই ভয় পায়।

বুধবার বিবিসি বাংলার সাথে আলাপকালে তিনি একথা বলেন।

নিরাপদ সড়কের দাবিতে তরুণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় উস্কানি দেয়ার অভিযোগে গ্রেপ্তারের প্রসঙ্গে শহিদুল আলম বলেন, আমি যে কথাগুলো বলেছিলাম, সেগুলো নতুন নয়। ঘরে ঘরে সবাই বলে। প্রকাশ্যে বলে না। আর আমি যা করছি, তা তো অনেককাল ধরেই করছি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, সেখানে আমার ভূমিকাটা হয়তো আরও পরিস্কার হয়ে গেছে। যেহেতু অনেক মানুষ চুপ করে আছে, তখন একটা কন্ঠস্বর অনেক বেশি লাইমলাইটে বা স্পটলাইটে আসে।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে অনেক পত্রিকা, অনেক টেলিভিশন, অনেক রেডিও। তা সত্ত্বেও গণমাধ্যম যে ভূমিকা রাখতে পারে না, সেটাই আমার কাছে খুব চিন্তার বিষয়। কিছু কিছু গণমাধ্যম তো নিজেদের একেবারে সরকারের মুখপাত্র হিসেবে দাঁড় করিয়েছে। অনেকে বিভিন্নভাবে সরকার থেকে আরেক ধাপ এগিয়ে সরকারের বুলিকেই সংবাদ হিসেবে প্রকাশ করতে চেষ্টা করছে। এটা একটা ভয়ের বিষয়।

তার মতে, বিশ্ব জুড়েই সাংবাদিকতার জন্য একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়