শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধুই কি সাক্ষাৎকার, না কি দলে ফেরার বার্তা?

স্পোর্টস ডেস্ক: সেদিন রিয়ালের মাঠে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল দেখার জন্য বসেছিল তারার মেলা। ম্যাচ দেখতে এসেছিলেন লিওনেল মেসি, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফুটবল ফেডারেশনের প্রধান ক্লদিও তাপিয়াও। ম্যাচ শেষে মেসির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাপিয়া। সেটি কি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল?
রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিভারপ্লেট ও বোকা জুনিয়র্সের মধ্যে কোপা লিবার্তোদোরেসের ফাইনালটি দেখতে যেন তারার মেলা বসেছিল। ‘সুপারক্লাসিকো’র উত্তেজনা সামনাসামনি উপভোগ করার জন্য এদিন মাঠে এসেছিলেন অনেক তারকা, যাদের মধ্যে স্বভাবতই আর্জেন্টিনার খেলোয়াড়-কর্মকর্তারাই বেশি ছিলেন। মাঠে ছিলেন লিওনেল মেসিও। আরও ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও ফুটবল ফেডারেশনের প্রধান ক্লদিও তাপিয়া। ম্যাচ শেষে তাপিয়া আর মেসি সাক্ষাৎও করেছেন। সাক্ষাৎকারে তাপিয়া কি একবারের জন্যও মেসিকে জাতীয় দলে ফেরার আহ্বান জানাননি?

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি মেসিকে। অন্তর্র্বতীকালীন কোচ লিওনেল স্কালোনিকে অনুরোধ করেছেন, তাকে যেন আপাতত জাতীয় দলে না ডাকা হয়, কোচ নিজেও মেসির এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তার জায়গায় অন্যদের খেলাচ্ছেন। কিন্তু মেসি কি আর কখনোই জাতীয় দলের হয়ে ফিরবেন না? এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে হুট করেই একবার নিজের অবসর ঘোষণা করেছিলেন মেসি। সিঁদুরে মেঘ দেখে তাই স্বাভাবিকভাবেই ভয় পাচ্ছেন তার ভক্তরা। মেসিকে দলে দেখতে চাইছেন তারা। গণমাধ্যমে মুখ খুলেছেন কোচ স্কালোনি, স্ট্রাইকার দিবালা, ইকার্দি, কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাসহ অনেকে। এখন কেবল সবার ডাকে মেসির সাড়া দেওয়ার পালা।

এর মধ্যে রিয়ালের মাঠে দেখা হলো তাপিয়া ও মেসির। আর্জেন্টিনার ফেডারেশন প্রধান তাপিয়া বহুদিন ধরেই মেসিকে দলে ফিরিয়ে আনার ব্যাপারে তোড়জোড় চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সেদিনের সাক্ষাতেও তাপিয়া মেসিকে জাতীয় দলে ফিরে আসার কথাও বলেছেন। যদিও এখনো কারোর পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি এ ব্যাপারে। তাপিয়া তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে মেসির সঙ্গে তার বৈঠকের একটা ছবি পোস্ট করে বলেছেন, ‘সুপার ফাইনাল দেখার পর আর অনেক কাজ করার পর মাদ্রিদ ছাড়ছি, বছর শেষ হচ্ছে, সামনের বছরে কী হবে, সে ব্যাপারে চিন্তাভাবনা করা শুরু করে দিয়েছি। সেদিন স্কালোনি আর মেসির সঙ্গে দেখা করেছি।’

মেসিকে ডাকছেন সবাই। তার শেষটা জাতীয় দলের জার্সিতে একটা শিরোপা দিয়েই হোক টা চাইছেন সবাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়