শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৯ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০১৮, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারামন বিবি সঠিক সময়ে মূল্যায়িত হননি : বর্ণনা ভৌমিক

আমিরুল ইসলাম : বীর প্রতীক তারামন বিবিকে যখন মূল্যায়ন করার সময় ছিলো, তখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ছিলো না বলে জীবনের গুরুত¦পূর্ণ সময়টাতে আমরা তাকে স্বীকৃতি দিতে পারিনি বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ মলয় ভৌমিকের কন্যা, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বর্ণনা ভৌমিক।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তারামন বিবি বাংলাদেশের দুজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারীর মধ্যে একজন। সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে ১৯৭৩ সালে তৎকালীন সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করার পর ১৯৯৫ সাল পর্যন্ত তিনি নিখোঁজ বা অন্তরালে ছিলেন। তিনি যখন মুুক্তিযুদ্ধে যান তখন তার বয়স তেরো থেকে চৌদ্দ বছর। ২০১৮ সালের একটা নারী এখনো কতো প্রতিকূলে আছে । ১৯৭১ সালের প্রেক্ষাপটে প্রত্যন্ত এলাকার একটা কিশোরী মেয়ে হয়ে অত্যন্ত সাহসিকতার সাথে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কখনো রান্না করেছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। কখনো প্রতিবন্ধী সেজে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে মুক্তিবাহিনীর কাছে আদান-প্রদান করেছিলেন। কখনো নিজ হাতে অস্ত্র নিয়ে সরাসরি সম্মুুখযুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার এতো বছর পর আজকে বিজয়ের মাসের শুরুতে তাকে আমরা হারিয়ে ফেলেছি। এটা খুব দুঃখজনক ব্যাপার বলে জানান তিনি।

তিনি আরও বলেন, তারামন বিবির মতো মানুষ আসলে স্বীকৃতির জন্য বা অর্থলাভের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এই যে আজকে তারামন বিবিকে দেশের সবাই চেনে এটাই তারামন বিবির বড় প্রাপ্তি। আজকের প্রজন্ম তারামন বিবির কিশোরী বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের চেতনাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে বর্তমান মুক্তিযুদ্ধের ধারায় দেশকে এগিয়ে নেয়ার সংগঠনে তাদের অংশগ্রহণ আরো বাড়াতে পারবে। তার সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করতে পারলে বর্তমান প্রজন্ম অনুপ্রাণিত হবে। ভবিষ্যতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তরুণদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করেন এই শিক্ষাবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়