শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৮, ০১:৩৮ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০১৮, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার বিশ্ব সিওপিডি সচেতনতা দিবস

মোহাম্মদ রুবেল: বুধবার বিশ্ব সিওপিডি দিবস (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)। এ রোগের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মত সারা দেশে এ দিবস পালন করা হবে। একই সাথে সারা বিশ্বে এ দিবস পালিত হবে।

এ উপলক্ষ্যে রাজধানীতে অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ নিজ কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করেছে। আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিবেন। ধূমপানমুক্ত জীবন-নির্মল বাতাস-নিরোগ ফুসফুসের স্বপ্ন নিয়ে কাজ করে যাওয়া মানুষদের নিয়েই এই সেমিনারের আয়োজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে চল্লিশোর্ধ্ব বয়সের মানুষের ২১ শতাংশই ভুগছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভূগছে (সিওপিডিতে)। যাদের ৬২ শতাংশই ধূমপায়ী। বর্তমানে এ রোগীর সংখ্যা ৭০ লাখ। সিওপিডিতে রোগে বছরে মারা যায় ৬৩ হাজার জন। এ রোগসহ শ্বাসকষ্ট জনিত নানা রোগের প্রধান কারণ ধূমপান আর বায়ুদূষণ। এর প্রভাবে দেশে মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ বাস্তবতায় এ বিষয়ে সচেতনতা তামাক চাষ বন্ধে এবং পরিবেশ দূষণ রোধে সরকারি হস্তক্ষেপ নিতে হবে।

সিওপিডি রোগের জন্য ধূমপানকে দায়ি করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারীভাবে তামাক চাষ বন্ধের সিদ্ধান্ত নিরেত হবে। একমাত্র ধূমপান ত্যাগের মাধ্যমেই ৮০ শতাংশ এ রোগ হ্রাস করা যায়। সিওপিডি নির্মূলে সঠিক চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা এবং গণমাধ্যমের ভূমিকার কথাও বলছেন তারা।

অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক বশির আহম্মদ আমাদের নতুন সময়কে জানান, যে হারে শ্বাসকষ্টের রোগী বাড়ছে, তা ভবিষ্যতে ভয়াবহ রূপ নিবে। যা ২০২০ সালে বিশ্বের মধ্যে মৃত্যুর তৃতীয় কারণ হয়ে দাড়াঁবে। ফুসফুসের যেকোন রোগেই শ্বাসকষ্ট হতে পারে। সেটা অ্যাজমা ও সিওপিডি হতে পারে।

জানতে চাইলে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. রাশেদুল হাসান জানান, ফুসফুসের রোগে বায়ুদূষণের প্রভাবই সবচেয়ে বেশি। দূষিত বায়ুর সঙ্গে নানা বিষাক্ত উপাদান ফুসফুসকে আক্রান্ত করে। এছাড়া বায়ুদূষণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশকেও ফুসফুসের বা শ্বাসতন্ত্রের রোগের জন্য দায়ী। এখন শুধু বস্তিতেই অস্বাস্থ্যকর পরিবেশ নয়, বরং তার চেয়েও বেশি খারাপ অবস্থা আবদ্ধ পরিবেশের ফ্ল্যাট বাড়ি কিংবা কর্মস্থলে। বিশেষ করে যেভাবে দরজা-জানালা বন্ধ রেখে গুমট পরিবেশে আলো-বাতাসের প্রবেশ সুযোগ না রেখে মানুষ বসবাস করছে তা শ্বাসতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ।

সম্পাদনায়: সোহেল রহমান, হুমায়ুন কবির খোকন

  • সর্বশেষ
  • জনপ্রিয়