শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০১:১৩ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শনিবার বাংলাদেশের সাফ মিশন শুরু

নিজস্ব প্রতিবেদক : শনিবার নেপালে শুরু হচ্ছে বাংলাদেশের কিশোর ফুটবলারদের (অনূর্ধ্ব-১৫) সাফ ফুটবলের লড়াই। গত বছর আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লড়াই থেমেছিল সেমিফাইনালে স্বাগতিকদের কাছে ৪-২ গোলে হেরেছিলো। সেই নেপালেই আবার লাল-সবুজ দলের কিশোরদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরিয়ে আনার মিশন।

গত বৃহস্পতিবার থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে ৬ দেশের এ টুর্নামেন্ট। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শনিবার। প্রথম প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৩ টায়। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। তারা বৃহস্পতিবার ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। বাংলাদেশ শনিবার জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। বিদায় নেবে মালদ্বীপ। হারলে বা ড্র করলে ভাগ্য ঝুলে থাকবে বাংলাদেশের। তখন নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে তাদের সেমিফাইনালে ওঠা। নেপালের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ ২৯ অক্টোবর।

২০১১ সালে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট প্রথমে ছিলো অনূর্ধ্ব-১৬। ২০১৭ সাল থেকে টুর্নামেন্ট হয়েছে অনূর্ধ্ব-১৫। টুর্নামেন্টের আগের চার আসরে বাংলাদেশ একবার ফাইনালে খেলে একবারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল ভারতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়