শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মইনুল সাহেব! নারীদের সম্মান করতে শিখুন

রুশমি আক্তার : আমি অনেক জায়গায় একটা  লেখা  দেখেছি। লেখাটা  বোধহয় এরকম-“অর্থ এবং নারী জীবন ধ্বংসের মূল’” আমার মনে হয় ‘অর্থ অনর্থের মূল’ -এই কথাটা সত্য। কেননা, অর্থের জন্য অনেক অনর্থ ঘটে থাকে। তাই অর্থকে জীবন ধ্বংসের কারণ বলা প্রায় যৌক্তিক। কিন্তু  কোন যুক্তিতে একজন নারীকে “চরিত্রহীন” বলা হচ্ছে? যে বা যারা ঐ  কথা বলেন তাদের মনে কি একটুও সম্মানবোধ বা লজ্জাবোধ নেই? They are really so irresponsible or fully mental!

আরে ভাই আপনি যার গর্ভে ১০ মাস ১০ দিন  থেকে এই সুন্দর পৃথিবীর আলো  দেখেছেন সেই ব্যক্তিটি কিন্তু আপনার মা। তিনি কতোটা কষ্ট সহ্য করে, ত্যাগ স্বীকার করে আপনাকে পৃথিবীর আলো  দেখিয়েছেন তা কেবল তিনিই বুঝেন। তিনি কি একজন নারী নন? তাঁকে কি কখনও “চরিত্রহীন” বলবেন? আপনার আদরের  বোনটি কি একজন  মেয়ে নন? তিনিওতো একজন নারীই। আপনার জীবন সঙ্গীনী, আপনার স্ত্রীও কি একজন নারী নন? আপনি কি তাদেরকে “চরিত্রহীন” বলবেন? বলা হয়ে থাকে সব পুরুষের সাফল্যের পিছনে কোনো নারীর হাত থাকে। তাছাড়াও কোনো কিছু পুরুষের পক্ষে একা করা সম্ভব নয়। তাই সব কল্যাণকর সৃষ্টির পিছনেই রয়েছে নারীর অবদান। তবে কেনো “চরিত্রহীন” হবে নারী? তাছাড়া ইসলাম যেখানে নারীকে পূর্ণ মর্যাদা এবং অধিকার দিয়েছে, সেখানে আপনি নারীকে “চরিত্রহীন” বলার কে?

মহানবী(স.) যেখানে বলেছেন,“মায়ের পদতলে সন্তানের  বেহেশত”,  সেখানে আপনি একজন নারীকে ‘চরিত্রহীন’ কীভাবে বলেন? আরে ভাই, একজন নারীই তো একটি নতুন জীবনকে জন্ম দিতে পারেন। তাহলে তারা কেনো “চরিত্রহীন” হবে? তাই নারীকে কোন যুক্তিতে “চরিত্রহীন”বলবেন? আপনারা  বোধহয় ভাবছেন আমি  মেয়েদের পক্ষ নিয়েছি। কিন্তু না, আমি সত্য কথাটাই বলছি আর কিছু বদ্ধমূল ধারণাটা পাল্টানোর চেষ্টা করেছি মাত্র।

তাছাড়া একটি নারী,  সে আপনার মা,  বোন বা বউই  হোক না  কেনো, তারা প্রত্যেকেই নিজের সর্বোচ্চটা দিয়েই আপনাকে ভালোবাসেন।

আরে ভাই, যখন নিজের মা বোনকে “চরিত্রহীন” বলতে পারেন না, তবে অন্য নারীকে আপনি ‘চরিত্রহীন’ বলার কে?  একজন প্রখ্যাত নারী সাংবাদিককে লাইভে এসে “চরিত্রহীন” বলার কোনোই  যৌক্তিকতা নেই। এত বড় স্পর্ধা হয় কি করে আপনার?

তাই প্লিজ, আপনাদের চিন্তাধারাটা পাল্টান। আর নারীদের সম্মান করতে শিখুন। নারীদের নিয়ে  কোনো  খারাপ মন্তব্য করার আগে একবার  ভেবে নিয়েন। কেননা, আপনি যার বিরুদ্ধে মন্তব্য করতে যাচ্ছেন তিনি মায়ের জাতি।  So, please try to change your mind & try to give respect all of the woman. পরিচিতি: সাংবাদিক/ সম্পাদনা: মো.এনামুল হক এনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়