Skip to main content

যে ফুলে ভ্রমর বসে না

যে ফুলে ভ্রমর বসে না, সেটি বিষাক্তযে ভ্রমর গান জানে না, সে ফুলে বসার যোগ্যতা রাখে না। যে পথিক পথ চেনে না, গন্তব্য তার দূরে সরে যায় যে পথ পথিকের ভার বহনে অক্ষম, তা আগাছায় ভরে ওঠে। যে স্বকীয়তা নষ্ট করে, তার স্বাধীনতা থাকে না পরাধীন ভ্রমর তো ফুলের সুবাস লাভেও ব্যর্থ। ১৫.০৪.২০১৭ পহেলা বৈশাখ উদযাপনের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদ।