শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলনবিলের নৌকাস্কুল

ডেস্ক রিপোর্ট : বর্ষায় চলনবিলের নিম্নাঞ্চল তলিয়ে যায়। শিশুরা স্কুলে যেতে পারে না। এ সমস্যা সমাধানে স্বপ্ন দেখতেন চলনবিলের সন্তান রেজোয়ান। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি ১৯৯৮ সালে গড়ে তোলেন ‘সিধুলাই স¦নির্ভর সংস্থা। সে সংস্থার মাধ্যমে ২০০২ সালে প্রতিষ্ঠা করেন নৌকাস্কুল। সেসব স্কুল এখন শিক্ষার আলো ছড়াচ্ছে চলনবিলের বন্যাকবলিত শত শত শিশুর মাঝে।
দেশীয় প্রযুক্তিতে বিশেষ নকশায় তৈরি করা নৌকাগুলো বন্যা প্লাবিত এলাকার অল্প পানিতে স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী। নৌকাগুলোতে রয়েছে শিশুদের পাঠদান উপযোগী বই-খাতা, চক-পেন্সিলসহ সব ধরনের শিক্ষা উপকরণ। রয়েছে সৌরবিদ্যুতের মাধ্যমে আলো ও ফ্যানের ব্যবস্থা। প্রজেক্টরের মাধ্যমেও সেখানে পাঠদানের ব্যবস্থা রয়েছে; রয়েছে শিশুদের আনন্দ বিনোদনের সব উপকরণ।
সরেজমিন চলনবিলের তাড়াশ, সিংড়া, সিধুলাই, চাটমহর, ভাঙ্গুরা, গুরুদাসপুর, বড়াইগ্রাম, ফরিদপুর উপজেলা ঘুরে দেখা যায়, নৌকাস্কুলে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। এসব স্কুল শিশুদের বাড়ির ঘাটে গিয়ে তাদের নৌকায় তুলে নেয়। তারপর চলে যায় বিলের নিরিবিলি কোনো এক স্থানে, সেখানেই নৌকায় শুরু হয় পাঠদান। এভাবে এক একটি নৌকাস্কুল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিন শিফটে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। একটা নৌকাস্কুলে তিন শিফটে তিনজন শিক্ষক পাঠদান করান। সিংড়া উপজেলার সিধুলাই এলাকার নৌকাস্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত হোসেনের বাবা রবিউল করিম জানান, বন্যায় রাস্তাঘাট ডুবে গেলে শিশুরা স্কুলে যেতে পারে না। সেই সময়টাতেই তাদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে নৌকাস্কুল।
এ ব্যাপারে ‘সিধুলাই স¦নির্ভর সংস্থার নৌকাস্কুলের প্রোগাম ম্যানেজার সুপ্রকাশ পাল জানান, চলনবিলে শিশুদের শিক্ষার আলো ছড়াতে ২৩টি নৌকাস্কুল কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে দুই হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।
সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল হাসান জানান, চলনবিলের বিভিন্ন স্থানে নৌকাস্কুল সরকারের পাশাপাশি যেভাবে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে, তা প্রশংসার দাবি রাখে।
সূত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়