শিরোনাম
◈ বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায় ৭০ শতাংশ ভোটার: ইএএসডির জরিপ ◈ গুম কমিশনের প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়াবহ চিত্র ◈ আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর ◈ ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন ◈ ভারতে খেলবে না বাংলাদেশ, বিশ্বকাপের সূচি বদলাতে কাজ শুরু আইসিসির: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ◈ ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ ◈ বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর  ◈ কোন অভিবাসীরা কতটা সাহায্য পেয়েছেন আমেরিকায়, তালিকা দিলেন ট্রাম্প! আছে বাংলাদেশ, পাকিস্তানের নাম, নেই ভারত ◈ পরবর্তী সরকার এসে শাহজালালের থার্ড টার্মিনাল চালু করবে: বিমান উপদেষ্টা ◈ যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে শিবির সভাপতিকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার শিবির সভাপতি জামিল আহম্মদকে পরীক্ষার হল থেকে আটকের পর বেধম মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে চুয়েট ছাত্রলীগ। ওই সময় একটি ছুরিও পুলিশের হাতে তুলে দেয়া হয়। ছাত্রলীগের দাবি এই ছুরিটি নিয়ে পরীক্ষা দিতে এসেছিলো জামিল আহম্মদ। জামিল আহম্মদ ঠাকুরগাঁও জেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে এবং চুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী।

এই ঘটনায় রাউজান থানায় শুক্রবার দুপুরের দিকে জামিল আহম্মদকে একমাত্র আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে চুয়েট ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ বাকের।

চট্টগ্রাম জেলার রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধায় ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি মোহাম্মদ বাকের ফোন করে জানায় চুয়েট শিবির সভাপতিকে আটক করা হয়েছে। পরে আমরা সেখানে গিয়ে তাকে নিয়ে আসি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি মোহাম্মদ বাকের বলেন,  আমরা গোপনে খবর পাই শিবিরের চুয়েট সভাপতি জামিল আহম্মদ অস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা সেখানে যাই। ওই সময় আমাদের দেখে পালানোর চেষ্টা করলে তাকে আমরা আটক করি।

বাকেরের ভাষ্য, আটকের পর তার কাছ থেকে একটি দেশিয় তৈরী অস্ত্র (এক হাত লম্বা একটি ছুরি) উদ্ধার করি। পরে আমরা রাউজান থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এই ঘটনায় তাকে একমাত্র আসামী করে একটি মামলা করেছি। - পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়