শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে শিবির সভাপতিকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার শিবির সভাপতি জামিল আহম্মদকে পরীক্ষার হল থেকে আটকের পর বেধম মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে চুয়েট ছাত্রলীগ। ওই সময় একটি ছুরিও পুলিশের হাতে তুলে দেয়া হয়। ছাত্রলীগের দাবি এই ছুরিটি নিয়ে পরীক্ষা দিতে এসেছিলো জামিল আহম্মদ। জামিল আহম্মদ ঠাকুরগাঁও জেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে এবং চুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের শিক্ষার্থী।

এই ঘটনায় রাউজান থানায় শুক্রবার দুপুরের দিকে জামিল আহম্মদকে একমাত্র আসামী করে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে চুয়েট ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ বাকের।

চট্টগ্রাম জেলার রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধায় ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি মোহাম্মদ বাকের ফোন করে জানায় চুয়েট শিবির সভাপতিকে আটক করা হয়েছে। পরে আমরা সেখানে গিয়ে তাকে নিয়ে আসি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ছাত্রলীগের চুয়েট শাখার সভাপতি মোহাম্মদ বাকের বলেন,  আমরা গোপনে খবর পাই শিবিরের চুয়েট সভাপতি জামিল আহম্মদ অস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা সেখানে যাই। ওই সময় আমাদের দেখে পালানোর চেষ্টা করলে তাকে আমরা আটক করি।

বাকেরের ভাষ্য, আটকের পর তার কাছ থেকে একটি দেশিয় তৈরী অস্ত্র (এক হাত লম্বা একটি ছুরি) উদ্ধার করি। পরে আমরা রাউজান থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এই ঘটনায় তাকে একমাত্র আসামী করে একটি মামলা করেছি। - পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়