রাশিদ রিয়াজ : আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা ইউএস সেন্টকমের কমান্ডার জেনারেল জোসেপ ভোটেল। দক্ষিণ এশিয়ার নীতিকৌশল সংক্রান্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ের সময়ে এ কথা বলেন তিনি। তিনি একে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন নীতিকৌশল হিসেবেও অভিহিত করেন। তিনি বলেন, আফগানিস্তানে টেকসই রাজনৈতিক সমঝোতার জন্য পাকিস্তানের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
এ ভূমিকা পালনে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ইসলামাবাদও এ ভূমিকা পালনে সম্মত হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আরো কিছু করার আছে বলে মন্তব্য করেন তিনি। পারসটুডে