শিরোনাম
◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা

প্রকাশিত : ২৮ জুন, ২০১৮, ০৩:০০ রাত
আপডেট : ২৮ জুন, ২০১৮, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমার হয়ে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্ট

তরিকুল ইসলাম : মিয়ানমার হয়ে তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। বর্তমানে তিনি মিয়ানমার সফরে রয়েছেন। সেখানে রাখাইন রাজ্যে আইসিআরসি’র কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে আইসিআরসির বাংলাদেশ অফিস।

রাখাইন সংকটের কারণে সেখানে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন। রোহিঙ্গাদের দুর্দশার কথা শুণবেন। সাক্ষাত করবেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচি এবং সেনাপ্রধানের সাথে।

এরপর কক্সবাজারে আইসিআরসি’র কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে আসবেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা। তিনি আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।

২০১৭ সালের আগস্টের সহিংসতার পর প্রায় ৭ লাখের মতো মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রাখাইন থেকে অনেকে বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, স্বাস্থ্য-সেবা, শিক্ষা এবং জীবনধারণের অন্য প্রয়োজনীয় অনুষঙ্গের সংস্থান করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও বেশ কঠিন হয়ে পড়েছে।

এর আগে পিটার মাউরা বলেছেন, মানবিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্দশা কমাতে কঠিন পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে এই বর্ষার মৌসুমে। কিন্তু দশ মাস পরেও, অনেক কথা এবং সব ধরনের প্রচেষ্টার পরও এখনও অগণিত মানুষ দুর্বিষহ কষ্টে আছে।

তিনি আরও বলেন, জরুরি সেবা ও সহায়তা কার্যক্রম চলতে থাকবে। পাশাপাশি মানবিক সহায়তা কর্মী, উন্নয়ন কর্মী এবং কর্তৃপক্ষসহ সব পক্ষের তরফ থেকে এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জরুরি অগ্রগতি থাকতে হবে।

মানবিক সংকটের শুরু থেকেই আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে আসা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা, মোবাইল ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন, সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধাসহ নানা ধরনের সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের জন্যও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়