আনিস আলমগীর : বাংলাদেশে আমরা ভবনকে রোমান হরফে লিখি Bhaban কিন্তু ভারতের লোকেরা লিখেন Bhavan. ভারতীয় হাই কমিশনের প্রচারে, নরেন্দ্র মোদির টুইটে সবখানে ইযধাধহ ই দেখলাম। তাদের হিসেবে সেটা সঠিকই ছিল। কিন্তু যে জিনিসটা নিয়ে ফেসবুকে আবেগের বন্যা বয়ে যাচ্ছে, বিশ্বভারতীতে 'বাংলাদেশ ভবন' হয়েছে, দু’দেশের প্রধানমন্ত্রী তা যৌথভাবে উদ্বোধন করেছেন, তার বানানটা বিকৃত কেন! ভারতেতো 'বাংলাদেশ ভবন' হয়নি, 'বাংলাদেশ ভাভানা' বা 'ভাবানা' হয়েছে। এটা শুদ্ধ করবে কে!! আমরা না মমতা দিদি?
পরিচিতি: সিনিয়র সাংবাদিক/ফেসবুক থেকে