শিরোনাম
◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৬ জঙ্গী নিহত

ইফ্ফাত আরা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর একজন ব্রিগেডিয়ারকে হত্যাকারী ৬সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। রোববার এই বন্দুকযুদ্ধ সংগঠিত হয় বলেই দেশটির গণমাধ্যমগুলি জানিয়েছে।

সিটিডি পাঞ্জাবের গুজরাট থেকে এই সন্ত্রাসীদের নজরদারি করে বলে একজন কর্মকর্তা জানান। তিনি আরো বলেন,সেখানে সন্ত্রাসীরা সংখ্যায় ছিলো ৮-৯ জন, তাদের সাথে সিটিডির বন্দুকযুদ্ধ হয়। এতে ৬ জন জঙ্গী সেখানে নিহত হয় ও বাকি তিনজন পালিয়ে যায়। এছাড়াও ২০০৪ সালে আইএসআই এর প্রধান জহুর ফজলে কাদির ও তার ভাই সারগোধার হত্যাকান্ডে এই জঙ্গীগোষ্ঠী জড়িত ছিলো।

এদিকে যারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে। এরা আবদুল মুকিম, ফায়সাল, উসমান, আজিম, রউফও শোয়াইব। এদের কাছ থেকে আত্মঘাতী বোমাসহ, গ্রেনেড ও বোমাবারুদ উদ্ধার করা হয়।

সন্ত্রাসবিরোধী বিভাগের (সিটিডি) তথ্যানুসারে, এই সন্দেহভাজন জঙ্গীরা গত বছর পাকিস্তানের মুখ্যমন্ত্রী শাহাবাজ শারির বাসভবন ও অফিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলো। এতে আটজন পুলিশ কর্মকর্তা সহ ২৬ জন নিহত হয়। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়