শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৬ জঙ্গী নিহত

ইফ্ফাত আরা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এর একজন ব্রিগেডিয়ারকে হত্যাকারী ৬সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে। রোববার এই বন্দুকযুদ্ধ সংগঠিত হয় বলেই দেশটির গণমাধ্যমগুলি জানিয়েছে।

সিটিডি পাঞ্জাবের গুজরাট থেকে এই সন্ত্রাসীদের নজরদারি করে বলে একজন কর্মকর্তা জানান। তিনি আরো বলেন,সেখানে সন্ত্রাসীরা সংখ্যায় ছিলো ৮-৯ জন, তাদের সাথে সিটিডির বন্দুকযুদ্ধ হয়। এতে ৬ জন জঙ্গী সেখানে নিহত হয় ও বাকি তিনজন পালিয়ে যায়। এছাড়াও ২০০৪ সালে আইএসআই এর প্রধান জহুর ফজলে কাদির ও তার ভাই সারগোধার হত্যাকান্ডে এই জঙ্গীগোষ্ঠী জড়িত ছিলো।

এদিকে যারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে। এরা আবদুল মুকিম, ফায়সাল, উসমান, আজিম, রউফও শোয়াইব। এদের কাছ থেকে আত্মঘাতী বোমাসহ, গ্রেনেড ও বোমাবারুদ উদ্ধার করা হয়।

সন্ত্রাসবিরোধী বিভাগের (সিটিডি) তথ্যানুসারে, এই সন্দেহভাজন জঙ্গীরা গত বছর পাকিস্তানের মুখ্যমন্ত্রী শাহাবাজ শারির বাসভবন ও অফিসের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলো। এতে আটজন পুলিশ কর্মকর্তা সহ ২৬ জন নিহত হয়। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়