শিরোনাম
◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে?

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গলা, কনুই ও হাঁটুর কালদাগ মুছে ফেলুন মাত্র ১০ রাতে

ডেস্ক রিপোর্ট: গ্রীষ্মপ্রধান দেশগুলোতে শরীরের নানান স্থানে কালো দাগ অনেকটাই বেশি হয়ে থাকে। কেননা ঘাম হয় বেশি আর ঘামে ভেজা কাপড়ের সঙ্গে ত্বকের ঘর্ষণে দাগও পড়ে বেশি। আজ যে ঘরোয়া রূপচর্চা টিপসটি উপস্থাপন করা হবে, তা পার্লারগুলোতে বহুল ব্যবহৃত। এতে কেবল একটি মিশ্রণ টানা ১০ দিন কালো দাগের স্থানে ব্যবহার করতে হবে। দাগের পাশাপাশি কনুই ও হাঁটুর রুক্ষতা ও শুষ্কতাও দূর করবে এই উপায়টি।

যা লাগবে
২ চা চামচ অরগানিক মধু
১ চা চামচ ভার্জিন অলিভ অয়েল
১ চা চামচ বেকিং সোডা
একটি বড় লেবুর অর্ধেক সদ্য রস করা (ঠিক ব্যবহারের আগে করতে হবে)

যা করবেন
-সমস্ত উপাদানগুলো একত্রে মিলিয়ে পেস্টের মতো করে নিন।
-এই পেস্টটি রোজ রাতে শোবার পূর্বে তৈরি করুন এবং শোবার সময়ে কালো দাগের স্থানে লাগিয়ে রাখুন।
-প্রতিদিন সকালে কালো দাগের স্থান গরম পানি দিয়ে ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। ত্বকে একটু ভেজা ভেজা ভাব থাকবে।
-এরপর ভার্জিন নারিকেল তেল অল্প একটু মেখে নিন। ভালো করে ম্যাসাজ করে মিশিয়ে দিন।

মধু খুব ভালো একটি ময়েশ্চারাইজার, অন্যদিকে অলিভ অয়েল ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায়। লেবুর রস ও বেকিং সোডা ত্বকের মরা কোষ ও কালো দাগ মুছে ফেলে। টানা ১০ দিন ব্যবহারে আপনি পাবেন নরম ও দাগহীন ত্বক।

পরামর্শ দিয়েছেন-
নিশাত জান্নাত
বিউটিশিয়ান
মিট মনস্টার অরগানিক ফুড ও বিউটি স্টোর... সূত্র: প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়