শিরোনাম
◈ ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই: মির্জা আব্বাস (ভিডিও) ◈ বিএসসি-কে শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ সৌদি, আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবে ইরান! ◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ২৪ মে, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রায়াত্ব ব্যাংকে টাকা চাওয়া টোটালি আনফেয়ার

আশিক রহমান : রাষ্ট্রায়াত্ব ব্যাংকের কাছে বেসরকারি ব্যাংকগুলোর টাকা চাওয়া টোটালি আনফেয়ার বলে মনে করেন অর্থনীতিবিদ ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকগুলো স্বল্প সুদে টাকা চাওয়ার ব্যাপারটি অপ্রত্যাশিত। রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলো কেন বেসরকারি ব্যাংকগুলোকে টাকা দেবে? সরকারকে চাপ দিয়ে এ ধরনের সুযোগ আদায় করে নেওয়া ঠিক নয়। সরকারকে এ বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করার প্রয়োন আছে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি ব্যাংকÑ দুই জায়গাতেই সমস্যা রয়েছে। বেসরকারি কিছু ব্যাংকে হয়তো সমস্যা, সংকট রয়েছে, কিন্তু সব জায়গায় নয়। সব বেসরকারি ব্যাংক সংকটে নেই। ভালো আছে অনেক ব্যাংকই। তারা ভালো ব্যবসাও করছে। লাভজনকও। যে মুষ্টিমেয় কয়েকজন ব্যাংকার খারাপ, তারাই এটাকে বিভিন্নভাবে চাপ দিয়ে সরকারকে ব্যবহার করার চেষ্টা করছে, আর অন্যরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ব্যাংলাদেশ (বিএবি) এ চাওয়া টোটালি আনফেয়ার। এ ধরনের বিশেষায়িত সুযোগ দেওয়ার কোনো সুযোগ ব্যাংক নীতিমালায় নেই।

এক প্রশ্নের জবাবে ড. আহমদ আল কবির বলেন, সরকারি বা বেসরকারি ব্যাংকÑ সবার উদ্দেশ্য ব্যবসা। এখানে প্রতিযোগিতা আছে, সেটা থাকবেও। যদি সরকারের নিজস্ব কোনো ব্যাংক থাকে সেখান থেকে ঋণ নেবে, বিভিন্নভাবে ব্যবহার করবে। এটার জন্য আলাদা নীতি থাকতে পারে, তবে বাকি সবার জন্য একই নীতি থাকা উচিত। তিনি বলেন, এক ব্যাংক আরেক ব্যাংকে টাকা দেবে, একটা কোনো ধরনের সংকট নয়। কিন্তু বড় বিষয় হচ্ছে, সরকারি ব্যাংকগুলোর কাছে আরও বেটার অপশন থাকে তাহলে কেন অন্য ব্যাংককে টাকা দেবে। তবে এটা ভলিন্টিয়ার হতে পারে, কিন্তু সরকারের উপর তা জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়