শিরোনাম
◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ২৪ মে, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রায়াত্ব ব্যাংকে টাকা চাওয়া টোটালি আনফেয়ার

আশিক রহমান : রাষ্ট্রায়াত্ব ব্যাংকের কাছে বেসরকারি ব্যাংকগুলোর টাকা চাওয়া টোটালি আনফেয়ার বলে মনে করেন অর্থনীতিবিদ ও রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির। আমাদের অর্থনীতির সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রায়াত্ব ব্যাংক থেকে বেসরকারি ব্যাংকগুলো স্বল্প সুদে টাকা চাওয়ার ব্যাপারটি অপ্রত্যাশিত। রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলো কেন বেসরকারি ব্যাংকগুলোকে টাকা দেবে? সরকারকে চাপ দিয়ে এ ধরনের সুযোগ আদায় করে নেওয়া ঠিক নয়। সরকারকে এ বিষয়ে আরও পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করার প্রয়োন আছে।

তিনি আরও বলেন, সরকারি-বেসরকারি ব্যাংকÑ দুই জায়গাতেই সমস্যা রয়েছে। বেসরকারি কিছু ব্যাংকে হয়তো সমস্যা, সংকট রয়েছে, কিন্তু সব জায়গায় নয়। সব বেসরকারি ব্যাংক সংকটে নেই। ভালো আছে অনেক ব্যাংকই। তারা ভালো ব্যবসাও করছে। লাভজনকও। যে মুষ্টিমেয় কয়েকজন ব্যাংকার খারাপ, তারাই এটাকে বিভিন্নভাবে চাপ দিয়ে সরকারকে ব্যবহার করার চেষ্টা করছে, আর অন্যরা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ব্যাংলাদেশ (বিএবি) এ চাওয়া টোটালি আনফেয়ার। এ ধরনের বিশেষায়িত সুযোগ দেওয়ার কোনো সুযোগ ব্যাংক নীতিমালায় নেই।

এক প্রশ্নের জবাবে ড. আহমদ আল কবির বলেন, সরকারি বা বেসরকারি ব্যাংকÑ সবার উদ্দেশ্য ব্যবসা। এখানে প্রতিযোগিতা আছে, সেটা থাকবেও। যদি সরকারের নিজস্ব কোনো ব্যাংক থাকে সেখান থেকে ঋণ নেবে, বিভিন্নভাবে ব্যবহার করবে। এটার জন্য আলাদা নীতি থাকতে পারে, তবে বাকি সবার জন্য একই নীতি থাকা উচিত। তিনি বলেন, এক ব্যাংক আরেক ব্যাংকে টাকা দেবে, একটা কোনো ধরনের সংকট নয়। কিন্তু বড় বিষয় হচ্ছে, সরকারি ব্যাংকগুলোর কাছে আরও বেটার অপশন থাকে তাহলে কেন অন্য ব্যাংককে টাকা দেবে। তবে এটা ভলিন্টিয়ার হতে পারে, কিন্তু সরকারের উপর তা জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়