শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে ◈ বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি ◈ বেগম খালেদা জিয়ার কফিন বহন করলেন তিন আলেম: আজহারী, আহমাদুল্লা ও মামুনুল হক ◈ বেগম খালেদা জিয়া: ক্ষমতা ও প্রতিরোধের জীবন ◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৭:২৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহাঙ্গীরের পক্ষে নেমেছেন মন্ত্রী-এমপি

ডেস্ক রিপোর্ট : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তারা শিডিউল করে ইফতার পার্টিতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে। গতকাল মহানগরে ১ নম্বর ওয়ার্ডের জিরানী বাজার সংলগ্ন ফরচুন প্লাজায় ইফতার পার্টিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী। অন্যদিকে, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল নগরীর ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে ইফতার-পূর্ব একাধিক আলোচনায় জাহাঙ্গীরের পক্ষে কথা বলেন।
জাহাঙ্গীর আলমের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ইফতারের আগে আলোচনায় মোজাম্মেল হক মন্ত্রী বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের পতাকাতলে গণজোয়ার দেখতে পাবে দেশবাসী। প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করছেন।
যে কারণে খুলনার মানুষ বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় উপহার দিয়েছে। আগামী ২৬শে জুন গাজীপুর সিটি নির্বাচনেও নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে জাহাঙ্গীরের পক্ষে সকলের দোয়া ও সমর্থন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাহাঙ্গীর আলম উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন। জাহিদ আহসান রাসেল এমপি ৩৩ নম্বর ওয়ার্ডের জামিয়া রাশেদিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে বলেন, মাহে রমজানের পবিত্রতা এবং ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি পরিবারে সব মানুষের মুখে হাসি ফোটাবে এই প্রার্থনা করি। ঈদের পর আনন্দমনে উৎসবমুখর পরিবেশে নেতৃবৃন্দ যেন ঘরে ঘরে ভোট চান এই আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মহানগরের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মো. আশরাফুল আলম আসকর, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন মোল্লা, শওকত হোসেন মণ্ডল, ডা. খলিলুর রহমান, আঃ মজিদ সরকার, মো. তারিকুজ্জামান হীমু, খন্দকার জলিল, আব্দুর রশিদ, ওসমান গণি লিটন, মামুনুর রশিদ, শওকত ইমরান মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়