শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ফাইনালে আমরা এগিয়ে থাকব, তবে আমাদের সেটা প্রমাণ করতে হবে’

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ শেষ আশার আলো হয়ে জ্বলে আছে রিয়াল মাদ্রিদের জন্য। কিয়েভের ফাইনালে তারা মুখোমুখি হবে লিভারপুলের। শিরোপা নির্ধারণী এই ম্যাচে নিজেদেরকেই এগিয়ে রাখছেন রিয়াল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

দুর্দান্ত ফুটবলের প্রদর্শনীতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর জাদুকরী পারফরম্যান্সের সঙ্গে তার ফরোয়ার্ড সঙ্গী রবার্তো ফিরমিনো ও সাদিও মানে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গতির সঙ্গে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণে চিড় ধরিয়ে গোটা মৌসুমে গোলের পর গোল করে গেছেন এই ত্রয়ী। লিভারপুলের এই তিন ফরোয়ার্ডকে দেখে কয়েক বছর আগের রিয়ালকে মনে পড়ে যায় রোনালদোর।

সংবাদ সম্মেলনে পর্তুগিজ উইঙ্গার বলেছেন, ‘তাদের (লিভারপুলের) দ্রুতগতির তিন ফরোয়ার্ডকে দেখে আমার কয়েক বছর আগের রিয়াল মাদ্রিদ দলটার কথা মনে পড়ে যায়।’ সেই দলের বিপক্ষে ফাইনাল নিয়ে তার বক্তব্য, ‘ফাইনাল সবসময়ই বিশেষ, কোন দলের মুখোমুখি হচ্ছি, সেটা কোনও ব্যাপার নয়। আমার মনে হয় না সহজ কাজ হবে, কারণ ওদের দলটা দারুণ।’

প্রতিপক্ষকে সমীহ করলেও অভিজ্ঞতা ও সাফল্যে রিয়ালকেই এগিয়ে রাখছেন রোনালদো। তবে শ্রেষ্ঠত্বের বিষয়টি মাঠেই প্রমাণ দিতে চান চলতি চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করা পর্তুগিজ তারকা, ‘আমার মতে, রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে, তবে এই ম্যাচে আমাদের সেটা প্রমাণ করতে হবে।’

এল ক্লাসিকোতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন রোনালদো। দুই ম্যাচ মিস করে শনিবার মাঠে ফিরেছেন ভিয়ারিয়ালের বিপক্ষে লিগের শেষ ম্যাচে। ফিরে গোলও করেছেন, এরপরও কিয়েভের ফাইনাল ঘিরে উড়ছে সংশয়ের মেঘ! রোনালদো কিন্তু আত্মবিশ্বাসী, ‘শনিবার ভালো অনুভব করেছি, আশা করছি আমি খেলব ও গোলও করব।’ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়