শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:৫৮ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তুতি চলছে

নূর মাজিদ: পাকিস্তানের নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারের প্রধান কে হবেন সেই আলোচনা নিয়েই ব্যস্ত এখন দেশটির সরকার এবং বিরোধী দলের নেতারা। সামনের জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। তত্ত¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়েই এখন আলোচনা চলছে।

মঙ্গলবার দেশটির বিরোধী দল পিপিপি বা পাকিস্তান পিপলস পার্টির বিরোধী দলের নেতা খুরশিদ শাহ জানান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে কোন ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী আব্বাসি’র সঙ্গে তত্ত¡াবধায়ক সরকারের প্রধান কে হবেন এই বিষয়ে বৈঠকের পরপরই তিনি এমন কথা জানান।

এসময় তিনি জানান, সরকারি দল পিএমএলএন অত্যন্ত যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব করেছে। তবে প্রধানমন্ত্রী আব্বাসি আমাদের পছন্দের প্রার্থী তালিকাকেও যথাযথ বলে মন্তব্য করেছেন। তবে এই মুহূর্তে বর্তমান সরকার কোন সিদ্ধান্তে আসতে দ্বিধা করছে।

বিরোধী দলের নেতা আরো জানান, অন্তঃবর্তীকালীন প্রধানমন্ত্রী নির্ধারণে বুধবার এবং বৃহস্পতিবার এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।তবে তিনি আশা প্রকাশ করেন আগামী বৈঠকে তারা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে সম্ভব হবেন।

পাকিস্তানের ঘনিষ্ঠ ক‚টনৈতিক সুত্রগুলোর বরাত দিয়ে দ্য ডন জানায়, পিপিপি তত্ত¡াবধায়ক সরকারের প্রধানমন্ত্রী পদের জন্য দুই জনের নাম প্রস্তাব করেছেন। এরা হলেন দেশটির সাবেক ক‚টনীতিক জলিল আব্বাস জিলানী, প্রাক্তন প্রতিরক্ষা সচিব ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সেলিম আব্বাস জিলানীর নাম প্রস্তাব করেছে। দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়