ইসমাঈল হুসাইন ইমু : ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদে সাত জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে পাঁচ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। গত ২৮ ও ২৯ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলীকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আমিনুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রফেশনাল স্টান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন, প্রফেশনাল স্টান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মঞ্জুর মোর্শেদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-পশ্চিম বিভাগ, কমিউনিটি পুলিশিং এন্ড লিগ্যাল এ্যাফেয়ার্সের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন), এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এস্টেট), এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এস.এম মুক্তারুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লিপি সাহাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং এন্ড লিগ্যাল এ্যাফেয়ার্স ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে বদলী করা হয়েছে।
অপর দিকে পৃথক আদেশে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফাতেমা ইসলামকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টার, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সিফাত-ই-রব্বানকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস্), এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আতিকুল হক প্রধানকে সহকারী পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স), এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সরোআর আলমকে সহকারী পুলিশ কমিশনার (ডেভেলপমেন্ট) ও এস্টেট এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আ. রাজ্জাক হাওলাদারকে সহকারী পুলিশ কমিশনার (এস্টেট) হিসেবে বদলী করা হয়েছে।