শিরোনাম
◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের ◈ আসলে জুলাই যোদ্ধা কারা, গণঅভ্যুত্থানে হতাহতদের নিয়ে কেন বিতর্ক? ◈ ফুটবল নি‌য়ে তৃণমূ‌লে অসাধারণ কা‌জের জন‌্য এএফসির পুরস্কার পেলো বাফুফে

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরের গাড়ি ভেঙে কনে ছিনতাই!

ডেস্ক রিপোর্ট : রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে বরের গাড়িতে ভাঙচুর করে কনেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। কারা এই কাজ করেছে সেটা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ছিনতাই হওয়া বধূর সঙ্গে হামলাকারীদের পরিচয় থাকতে পারে।

শুক্রবার রাজধানীর উত্তরার দক্ষিণখান থানার সদর পাড়ার প্রেমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে বর বা বধূর পূর্ণাঙ্গ পরিচয় কী, বরের বাসা কোথায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও দিতে পারেনি পুলিশ।

এই বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনাটি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীটি অনুসন্ধান শুরু করছে। আর অনুসন্ধান শেষে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী একজন জানান, প্রেমবাগান এলাকায় হাজী মার্কেটের পাশে কনের বাড়িতেই বিয়ে পড়ানো হয়েছিল। বিয়ে শেষে বউ নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি কিছুটা আগাতেই হামলা হয় গাড়িতে।

ওই প্রত্যক্ষদর্শী আরো বলেন, প্রথম দিকে লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে যুবকরা। সেটা না পারায় পরে ইট দিয়ে কাঁচ ভাঙা হয়। পরে জানলা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে কনেকে বের করে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে যায় ওরা।

এ সময় নববধূ বাধা দেয়ার চেষ্টা করেনি বলেও নিশ্চিত করেছেন ওই প্রত্যক্ষদর্শী।
জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বিকালে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে এই ঘটনা ঘটে।

ওসি বলেন, নববধুকে বহনকারী হাইচ মাইক্রোবাস দক্ষিণখান সদর পাড়ার প্রেমবাগান এলাকায় হঠাৎ চার থেকে পাঁচটি মোটরসাইকেল তাদের গতিরোধ করে। পরে তারা গাড়ির গ্লাস ভেঙে ওই নববধূকে তুলে নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি এবং এ বিষয়ে কেউ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি। আমরা নিজেরাই মাঠে নেমেছি। তবে এখন বিস্তারিত জানানো যাচ্ছে না। পরে জানাবো। তবে ওই নববধূর বিশ্ববিদ্যালয়ের কোন বন্ধু এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রেম ঘটিত কারণে এটা ঘটতে পারে বলে।
তবে কিসের ভিত্তিতে এই অনুমান করছেন, সে কথা জানাননি দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সূত্র : বাংলা  রিপোর্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়