মাহাদী আহমেদ : সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় শুক্রবার বিশ্ব বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর প্রদর্শিত একটি চিত্রকর্মের মালিক হলেন ২৫ হাজার ইন্টারনেট ব্যবহারকারী।
যদিও ছবিটা তারা তাদের ঘরের দেওয়ালে টাঙ্গাতে পারবে না, তবুও তারা সেই ছবিটির মালিক। ২০০৫ সালে নির্মিত সুইজারল্যান্ডের কেনা-বেচার ওয়েবসাইট ‘কোডা’ যারা সাধারনত বিভিন্ন ধরনের পন্য, সস্তায় ভ্রমন টিকেট ইত্যাদি বিক্রয় করে থাকে, তারা গত বছরের ডিসেম্বরে মহান চিত্রকর পাবলো পিকাসোর একটি ছবি বিক্রির ঘোষণা প্রদান করে।
সম্প্রতি ১৯৬৮ সালে আকাঁ ‘বাস্টি ডি মাস্কুয়েটেয়ার বা মাস্কিটিয়ার বাস্ট’ ছবিটি ২ মিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রির জন্য ওয়েবসাইটটিতে উপস্থাপন করা হয়।
৩ দিনের এ ছবি বিক্রয় কার্যক্রমে শেয়ার প্রতি ৫০ ডলার মূল্য নির্ধারন করে মোট ৪০ হাজার শেয়ার ছাড়া হয়, যা ২৫ হাজার জন ব্যক্তি ক্রয় করে ছবিটির গর্বিত মালিকে পরিণত হন।
কোডা’র প্রধান প্যাসকেল মেয়্যার বলেছেন, কোডা’র এ ছবিটি বিক্রির মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা চিত্রকর পাবলো পিকাসোর ছবি বিক্রির মাধ্যমে মানুষের আলোচনায় আসা ও জনপ্রীয়তা পাওয়া। দ্যা নিউজ