নূর মাজিদ: শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, সমুদ্র পথে উত্তর কোরিয়ার বাণিজ্যিক কার্যক্রম নজরদারিতে তার দেশ সামরিক বিমান মোতায়েন করবে। এই নজরদারির মাধ্যমে জাতিসংঘের বাণিজ্য নিষেধাজ্ঞা ভেঙ্গে মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে উত্তর কোরিয়ার জাহাজগুলির নিষিদ্ধ পণ্য পাচার রোধে কড়া নজর রাখা হবে।
এদিকে উত্তর কোরিয়া যখন শান্তি আলোচনায় অংশ নিচ্ছে তখন দেশটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বাড়তি চাপ সৃষ্টি করছে। অস্ত্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল এবং পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এই পদক্ষেপের ব্যাপারে বলেন, উত্তর কোরিয়ার ওপর চাপ বজায় রেখে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ান নৌবাহিনীর পি-৮ পোসাইডন দূর পাল্লার সামুদ্রিক নজরদারির বিমান এই ঘোষণার আওতায় জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। ইতোমধ্যেই কানাডাও ঐ ঘাঁটিতে নিজেদের সামরিক বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে, বাণিজ্য নিষেধাজ্ঞা জোরদার করতে ব্রিটিশ যুদ্ধজাহাজ জাপানে মোতায়েনের একমাস পর কমনওয়েলথের ওপর দুই সদস্য দেশ অস্ট্রেলিয়া এবং কানাডাও এতে অংশ নিতে সামরিক বিমান মোতায়েনের ঘোষণা দিলো।
উল্লেখ্য, পরমাণু কর্মসূচীর জের ধরে উত্তর কোরিয়ার বাণিজ্যিক জাহাজগুলির ওপর আন্তর্জাতিক বানিজ্যে অংশগ্রহণ করার ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করেছে জাতিসংঘ। রয়টার্স