শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ১০লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ, তিন ব্যবসায়ীকে কারাদন্ড

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: র‌্যাবের বিশেষ অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজার সুতার দোকান থেকে ৩৮১কেজির প্রায় ৪লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে। এসময় চার ব্যবসায়ীরকে নগত ৫ হাজার টাকা করে জরিমানা এরই মর্ধ্যে তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ১ বৎসর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তাকে নিয়ে শুক্রবার বিকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত র‍্যাবের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আল আমিন ট্রেডার্স থেকে ১৪৫ কেজি ও মোল্লা ট্রেডার্স থেকে ১১৬ কেজি, ভাই ভাই ট্রের্ডাস থেকে ১০২ কেজি ও হাজী এন্টাপ্রাইজ থেকে ১৮কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ৪লক্ষ মিটার এ কারেন্ট জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০লক্ষ টাকা। র‌্যাবের এ অভিযানে ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান নিয়াজী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসলাম হোসাইন ।

এসময় মৎস্য কর্মকর্তা মো. সামছুদ্দিন উপস্থিত ছিলেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়