শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৭:৪৫ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামী ৪ মে থেকে সাউথ আফ্রিকা সফর শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই সফর সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য ঘোষিত এই দলে নেতৃত্বে পরিবর্তন এনেছে বিসিবি। টি-টোয়েন্টিতে রুমানা আহমেদকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে প্রথম অধিনায়ক সালমা খাতুনের কাঁধে। তবে ওয়ানডে দলের নেতৃত্বে দেবেন যথারীতি লেগস্পিন অলরাউন্ডার রুমানা।

বাংলাদেশের নারী ক্রিকেটের পথচলার শুরু থেকেই নেতৃত্বে ছিলেন অফস্পিন অলরাউন্ডার সালমা। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তাকে সরিয়ে নেতৃত্বে আনা হয় পেসার জাহানারা আলমকে। ওই বছরের শেষ দিকে ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানা আহমেদকে। পরে টি-টুয়েন্টির নেতৃত্বও পান তিনি।

১৬ সদস্যের বাংলাদেশ দলে বড় চমক সালমার নেতৃত্বে ফেরা। দল থেকে বাদ পড়েছেন লতা ম-ল, রিতু মনি, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা। তবে দুই বছর পর দলে ফিরেছেন বিকেএসপির জান্নাতুল ফেরদৌস। ঘরোয়া ক্রিকেট ভাল খেলার পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা এ অফস্পিন অলরাউন্ডার।

সিলেটে নারী দলের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প চলছে। সেখান থেকে ফিরে ২৮ এপ্রিল পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে সাউথ আফ্রিকা যাবেন রুমানা-সালমারা। ৪মে প্রথম ওয়ানডে দিয়ে এই সফর শুরু হবে এবং ২০মে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ হবে।

বাংলাদেশ নারী দল: রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টোয়েন্টি), জাহানারা আলম, নিগার সুলতানা জ্যোতি, শারমিন সুলতানা, ফারজানা হক, পান্ন ঘোষ, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিন ছন্দা ও সোবহানা মোস্তারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়