শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের নামে অজ্ঞাতনামা মামলা একটি ভয়ানক ফাঁদ: আসিফ নজরুল

জুয়াইরিয়া ফৌজিয়া: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোটা সংস্কারের ঘটনাগুলো নিয়ে ৪টি মামলা হয়েছে আর এই মামলার আসামি করা হয়েছে অজ্ঞাতনামা শিক্ষার্থী এবং আর একবার বলা হয়েছে অজ্ঞাতনামার বিপুল সংখ্যক শিক্ষার্থী। তবে আমি মনে করি, এটা একটা ভয়ানক ফাঁদ পাতা হয়েছে। অজ্ঞাতনামার এই বিপুল সংখ্যক আসামি মানে যে কোনো লোককে ধরে আসামি সাজিয়ে দেওয়া হয় এবং এই নিয়ে বিপুল ব্যবসা-বাণিজ্যও চলে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের এখানে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। এটার জন্য পরিসংখ্যানের দরকার নেই, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেখলেই বোঝা যাবে। আমি যখন ম্যাজিস্টেট ছিলাম, তখন একজন পশু ডাক্তারও আমার সাথে ম্যাজিস্টেট হয়েছিল। তাই বলছি এটা কিন্তু কেনো দেশের এডুকেশন সিস্টেম হতে পারে না। এই সরকারের আমলে সরকারি চাকরির ক্ষেত্রে যখন দুইটি বিষয় যোগ করে তখন কিন্তু সব মানুষ চিন্তিত হয়ে পরে এবং ক্ষোভ প্রকাশ করে।

কোনো বিবেকবান মানুষের আপত্তির কথা না। আর যখন নতুন নিয়ম করে যে মুক্তিযোদ্ধর সন্তানদের পাশাপাশি গণহারে তাদের নাতি-নাতনিরাও কোটা সুবিধা পাবে, তখনই কিন্তু মানুষের মধ্যে প্রথম এর অযোক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে, আমার মধ্যেও উঠে। একজন নাতি বা পুতির কি যোগ্যতা আছে, কেন সে তার নানা বা দাদার কৃতিত্ব পাবে।

তিনি আরও বলেন, কোটা আন্দোলনের পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা হচ্ছে বাংলাদেশের সন্তান। আর এই মামলার আসামি ধরতে হলে তাদের নাম সুস্পষ্টভাবে ধরতে হবে।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়