শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৫১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন মানবাধিকার প্রতিবেদন মনগড়া ও ভিত্তিহীন : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রকাশিত প্রতিবেদনকে মনগড়া ও ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখান করেছে সরকার। পাশাপাশি প্রতিবেদনের ক্ষেত্রে সরকারের ভাষ্য না নেয়া কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার  সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ওই প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান তুলে ধরেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, একটা দেশের রাজনৈতিক, সামাজিক ও আর্থিক বিষয়ে প্রতিবেদন প্রকাশ করার ক্ষেত্রে ওই দেশের সরকারের ভাষ্য না নেয়া কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ। আমরা এ প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।

প্রতিবেদনে ‘বিচারবহির্ভূত হত্যাকা-ের’ বিষয়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং অধিকার’র তথ্যগত ‘অমিল’ নিয়েও প্রশ্ন তোলেন হাসানুল হক ইনু।

বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনায় কাউকে দায়মুক্তি দেয়ার বিষয় বাংলাদেশের আইনে নেই জানিয়ে তিনি বলেন, গুম-খুনের কিছু ঘটনা ঘটেছে, যার বিচার চলছে।

মানবাধিকার সংগঠন অধিকার’র বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা হেফাজতের তা-বের সময় মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০০টি দেশের ২০১৭ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় শুক্রবার প্রতিবেদনটি উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়