শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০১:৫৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

বগুড়ার শেরপুরে বাস চাপায় সোহাগ (১২)এক স্কুল ছাত্র নিহত হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় ।

স্কুলছাত্র নিহতের ঘটনায় গতিরোধক নির্মাণের দাবিতে দীর্ঘ সময় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা । এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা । মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার গাড়ীদহ কাঞ্চনপুর গ্রামের মো. লাল মিয়ার ছেলে ও গাড়ীদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র মো. সোহাগ ঘটনার সময় মহাসড়ক পারাপার করছিল । এ সময় ঢাকাগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই স্কুলছাত্রকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর স্থানীয়রা মহাসড় অবরোধ করে । তারা সড়কে অবস্থান নিয়ে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে গাড়ীদহ বাসস্ট্যান্ড এলাকায় একটি গতিরোধক নির্মাণের দাবি জানায়।
ঘটনার খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক ) রফিকুল ইসলাম, ইন্সপেকটর (তদন্ত) বুলবুল ইসলাম সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিওেশর পক্ষে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার প্রায় ৪০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়