শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত ◈ মনোনয়ন নয়, দল ও দেশ বড়—মনোনয়নবঞ্চিতদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্পের নীতিতে পরিবর্তন: মানবাধিকার নয়, এখন গুরুত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় ◈ ডিজিটাল লেনদেনে নতুন মাইলফলক, তবে নেই প্রধান দুই প্ল্যাটফর্ম

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বর্বরতা’

গভীর রাতে ছাত্রীদের হল থেকে বের করা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বর্বরতা। যদি বের করতেই হতো তাহলে তাদেরকে দিনের বেলায় বের করা উচিত ছিলো। এটা স্বাধীনতাবিরোধী একটা ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সবাই মিলে যাকে বহিস্কার করলো, আবার সবাই মিলে কোন তদারকি ছাড়া পূনর্বাসন করলো। তারা বহিস্কার না হয়ে সাধারণ ছাত্রীদের বহিস্কার হতে হলো। কোন বিবেচনায় রাতে বের করা হলো? কোন বিবেচনায় বহিস্কার করলো? সেগুলোর সঠিক কোন সদুত্তর তাদের কাছে নাই। যে তদন্ত কমিটি গঠন করা হলো, তাতে কারা ছিলো? কি তারা পেলো তদারকি করে? এগুলো কিছুই জানা হলো না। সেটা খুবই রহস্যজনক। ফলে একসময় এশার মতো একটা মেয়েকে ছাত্রলীগ ও সরকার বহিস্কার করে তাদের মুখ রক্ষা করেছেন। আন্দোলনকে দমাতে এশাকে পূনর্বাসন করে ছাত্রলীগ আবার নির্যাতনকে সমর্থন দিলো বা উৎসাহ দিলো। এটা দেশের মানুষ মেনে নিবে না। এশাকে যখন দ্রুত ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ জানতো পূর্ব থেকেই তাই দ্রুত বহিস্কারের সিদ্ধান্ত নেয়। তারা জানতো কিভাবে এশা সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করতো। এই কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এশাকে পূনর্বাসনের মানে হলো আন্দোলনকারীদের উপর যে নির্যাতন বা তান্ডব চালিয়েছিলো এশা, তার পূর্ণাঙ্গ সমর্থন করা। আন্দোলনের বিরুদ্ধে এক আক্রমণ নামিয়ে আনা। আমরা এ সকল আন্দোলনকারী সাধারণ ছাত্রীদের পূনর্বহালের আহ্বান জানাচ্ছি।

পরিচিত : সাধারণ সম্পাদক, বাসদ / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়