শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বর্বরতা’

গভীর রাতে ছাত্রীদের হল থেকে বের করা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বর্বরতা। যদি বের করতেই হতো তাহলে তাদেরকে দিনের বেলায় বের করা উচিত ছিলো। এটা স্বাধীনতাবিরোধী একটা ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সবাই মিলে যাকে বহিস্কার করলো, আবার সবাই মিলে কোন তদারকি ছাড়া পূনর্বাসন করলো। তারা বহিস্কার না হয়ে সাধারণ ছাত্রীদের বহিস্কার হতে হলো। কোন বিবেচনায় রাতে বের করা হলো? কোন বিবেচনায় বহিস্কার করলো? সেগুলোর সঠিক কোন সদুত্তর তাদের কাছে নাই। যে তদন্ত কমিটি গঠন করা হলো, তাতে কারা ছিলো? কি তারা পেলো তদারকি করে? এগুলো কিছুই জানা হলো না। সেটা খুবই রহস্যজনক। ফলে একসময় এশার মতো একটা মেয়েকে ছাত্রলীগ ও সরকার বহিস্কার করে তাদের মুখ রক্ষা করেছেন। আন্দোলনকে দমাতে এশাকে পূনর্বাসন করে ছাত্রলীগ আবার নির্যাতনকে সমর্থন দিলো বা উৎসাহ দিলো। এটা দেশের মানুষ মেনে নিবে না। এশাকে যখন দ্রুত ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ জানতো পূর্ব থেকেই তাই দ্রুত বহিস্কারের সিদ্ধান্ত নেয়। তারা জানতো কিভাবে এশা সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করতো। এই কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এশাকে পূনর্বাসনের মানে হলো আন্দোলনকারীদের উপর যে নির্যাতন বা তান্ডব চালিয়েছিলো এশা, তার পূর্ণাঙ্গ সমর্থন করা। আন্দোলনের বিরুদ্ধে এক আক্রমণ নামিয়ে আনা। আমরা এ সকল আন্দোলনকারী সাধারণ ছাত্রীদের পূনর্বহালের আহ্বান জানাচ্ছি।

পরিচিত : সাধারণ সম্পাদক, বাসদ / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়