শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বর্বরতা’

গভীর রাতে ছাত্রীদের হল থেকে বের করা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা এবং বর্বরতা। যদি বের করতেই হতো তাহলে তাদেরকে দিনের বেলায় বের করা উচিত ছিলো। এটা স্বাধীনতাবিরোধী একটা ঘটনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সবাই মিলে যাকে বহিস্কার করলো, আবার সবাই মিলে কোন তদারকি ছাড়া পূনর্বাসন করলো। তারা বহিস্কার না হয়ে সাধারণ ছাত্রীদের বহিস্কার হতে হলো। কোন বিবেচনায় রাতে বের করা হলো? কোন বিবেচনায় বহিস্কার করলো? সেগুলোর সঠিক কোন সদুত্তর তাদের কাছে নাই। যে তদন্ত কমিটি গঠন করা হলো, তাতে কারা ছিলো? কি তারা পেলো তদারকি করে? এগুলো কিছুই জানা হলো না। সেটা খুবই রহস্যজনক। ফলে একসময় এশার মতো একটা মেয়েকে ছাত্রলীগ ও সরকার বহিস্কার করে তাদের মুখ রক্ষা করেছেন। আন্দোলনকে দমাতে এশাকে পূনর্বাসন করে ছাত্রলীগ আবার নির্যাতনকে সমর্থন দিলো বা উৎসাহ দিলো। এটা দেশের মানুষ মেনে নিবে না। এশাকে যখন দ্রুত ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ জানতো পূর্ব থেকেই তাই দ্রুত বহিস্কারের সিদ্ধান্ত নেয়। তারা জানতো কিভাবে এশা সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্যাতন করতো। এই কারণে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। এশাকে পূনর্বাসনের মানে হলো আন্দোলনকারীদের উপর যে নির্যাতন বা তান্ডব চালিয়েছিলো এশা, তার পূর্ণাঙ্গ সমর্থন করা। আন্দোলনের বিরুদ্ধে এক আক্রমণ নামিয়ে আনা। আমরা এ সকল আন্দোলনকারী সাধারণ ছাত্রীদের পূনর্বহালের আহ্বান জানাচ্ছি।

পরিচিত : সাধারণ সম্পাদক, বাসদ / মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়