শিরোনাম
◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন 

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান

প্রেমের টানে স্বামীকে তালাক দিয়ে তাছলিমা আক্তার (১৯) বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। প্রেমিকের প্ররোচনায় স্বামীকে ছেড়ে তার কথামত বাড়িতে এসে অবস্থান করলেও বর্তমানে প্রেমিক ছাগির হোসেন খান (২১) লাপাত্তা। এদিকে ছাগিরের পরিবারের লোকজন তাছলিমার ওপর অমানবিক নির্যাতন করে আসছে অভিযোগ ওঠেছে।

এ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার গোলকপুর এলাকায় মাছ ব্যবসায়ী রতন মিয়ার বাড়িতে। ছাগির মিয়া রতন মিয়ার পুত্র। তাছলিমা আক্তার এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামের জয় হোসেনের কন্যা। সে চলতি বছর গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

তাছলিমা জানায়, প্রায় দু’বছর আগে তার বিয়ে হয় পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার জনৈক শাহিন মিয়ার সাথে। বিয়ের পর কিছুদিন স্বামীর বাড়িতে অবস্থান করে সে চলে আসে গৌরীপুর নিজ পিত্রালয়ে। এসময় স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখিত ছাগির মিয়ার সাথে। একপর্যায়ে ছাগির মিয়া তাছলিমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার স্বামীকে তালাক দেয়ার পরামর্শ দেয়। প্রেমিকের কথামত স্বামীকে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) তালাক দিয়ে ওইদিন রাত থেকেই ছাগিরের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছে তাছলিমা। ঘটনার পর থেকে প্রেমিক যুবক বাড়ি থেকে আত্মগোপনে রয়েছে। এদিকে তাছলিমার পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে বাড়িতে নির্যাতন করছে ছাগিরের পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে উল্লেখিত গোলকপুর এলাকায় তাছলিমার সাথে কথা বলার সময় স্থানীয় সাংবাদিকদের বাঁধা দিয়ে তাদের সামনে থেকে তাছলিমাকে টেনে হিঁচরে নিয়ে ঘরে আটকে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়