শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ দফা দাবিতে নাপোলীতে প্রবাসীদের বিক্ষোভ

পেরমেস্সদি সৌজর্নের (ওয়ার্ক পারমিট), অবৈধ প্রবাসীদের জন্য ডিকলারেশন ও কর্মসংস্থানসহ ৫দফা দাবিতে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নাপোলীতে বিশাল প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

ইতালির নাপোলী বাংলাদেশ এসোসিয়েশনের ও ত্রে ফেব্রাইয়ো সেনেগাল এসোসিয়েশনে যৌথভাবে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজনে করে।

Napoli piazza Garibaldi তে অনষ্ঠিত সমাবেশে দলমত নির্বিশেষে সকল দেশের প্রবাসী ইতালীয়ান, বাংলাদেশী, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন।

পরে তারা পিয়াচ্ছা গাড়ি বালদি থেকে বিশাল মিছিল নিয়ে পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে কসতুরার সামন সমবেত হয়। এরপর কুস্তরার পুলিশ ড. রেছা সকল এসোসিয়েশনের ৫ জন সভাপতিকে কুস্তরার ভিতরে ডেকে নিয়ে যান।

নেতৃবৃন্দ সেখানে পুলিশের কাছে এক এক করে তাদের ৫ টি তুলে ধরেন।
১। বর্ণবাদিরা বিদেশিদের উপর নির্যাতন ও জুলুম ২। পের্মচ্ছো দি সৌজন্ন বলক্কাত ৩। আছিলো পলিটিক্যালে নির্শত ভাবে প্রদান ৪। জুনজুমেন্তো ফ্যামিলি সহজ করে দেওয়া ৫। কর্মসংস্থান। এগুলোর মধ্যে তিনটি দাবি তারা মেনে নিয়ে নেতৃবৃন্দককে আশ্বস্ত করেন ।

তারা প্রথম দাবি পুলিশকে অবগত করবেন। দ্বিতীয় দাবি কুস্তরাতে ছয় হাজারের মতো সৌজন্য আটকে আছে তার মধ্যে প্রতি দিন তিন শত করে সৌজন্য ডেলিভারি দিবে এবং মে মাসে ২৫ তারিখে ২৫০০ সৌজন্য ডেলিভারি দিবে। তিন নাম্বার দাবি যতো টুকু সম্ভব সহজ করে দিবেন।

১১.৩০মিনিটে থেকে শুরু করে দুপুর ১টায় পর্যন্ত আলোচনা শেষ হয় । আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ত্রে ফেব্রাইয়োর ঝাল্লোকা বাংলাদেশ এসোসিয়েশনের জয়নাল আবেদীন হাজারী সেনেগাল এসোসিয়েশনের সভাপতি আবরাম নাপোলী এসোসিয়েশনের সভাপতি ফ্রাবিও আফ্রিকান এসোসিয়েশনের সভাপতি ইলারী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়