শিরোনাম
◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও) ◈ তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদীর প্রত্যাশা ◈ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছে আমি ঝগড়া করবো না, উল্টোপাল্টা কথা বইলেন না : মির্জা আব্বাস ◈ আপিল শুনানির প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেলেন ও হারালেন ◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ দফা দাবিতে নাপোলীতে প্রবাসীদের বিক্ষোভ

পেরমেস্সদি সৌজর্নের (ওয়ার্ক পারমিট), অবৈধ প্রবাসীদের জন্য ডিকলারেশন ও কর্মসংস্থানসহ ৫দফা দাবিতে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) নাপোলীতে বিশাল প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

ইতালির নাপোলী বাংলাদেশ এসোসিয়েশনের ও ত্রে ফেব্রাইয়ো সেনেগাল এসোসিয়েশনে যৌথভাবে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজনে করে।

Napoli piazza Garibaldi তে অনষ্ঠিত সমাবেশে দলমত নির্বিশেষে সকল দেশের প্রবাসী ইতালীয়ান, বাংলাদেশী, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন।

পরে তারা পিয়াচ্ছা গাড়ি বালদি থেকে বিশাল মিছিল নিয়ে পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে কসতুরার সামন সমবেত হয়। এরপর কুস্তরার পুলিশ ড. রেছা সকল এসোসিয়েশনের ৫ জন সভাপতিকে কুস্তরার ভিতরে ডেকে নিয়ে যান।

নেতৃবৃন্দ সেখানে পুলিশের কাছে এক এক করে তাদের ৫ টি তুলে ধরেন।
১। বর্ণবাদিরা বিদেশিদের উপর নির্যাতন ও জুলুম ২। পের্মচ্ছো দি সৌজন্ন বলক্কাত ৩। আছিলো পলিটিক্যালে নির্শত ভাবে প্রদান ৪। জুনজুমেন্তো ফ্যামিলি সহজ করে দেওয়া ৫। কর্মসংস্থান। এগুলোর মধ্যে তিনটি দাবি তারা মেনে নিয়ে নেতৃবৃন্দককে আশ্বস্ত করেন ।

তারা প্রথম দাবি পুলিশকে অবগত করবেন। দ্বিতীয় দাবি কুস্তরাতে ছয় হাজারের মতো সৌজন্য আটকে আছে তার মধ্যে প্রতি দিন তিন শত করে সৌজন্য ডেলিভারি দিবে এবং মে মাসে ২৫ তারিখে ২৫০০ সৌজন্য ডেলিভারি দিবে। তিন নাম্বার দাবি যতো টুকু সম্ভব সহজ করে দিবেন।

১১.৩০মিনিটে থেকে শুরু করে দুপুর ১টায় পর্যন্ত আলোচনা শেষ হয় । আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ত্রে ফেব্রাইয়োর ঝাল্লোকা বাংলাদেশ এসোসিয়েশনের জয়নাল আবেদীন হাজারী সেনেগাল এসোসিয়েশনের সভাপতি আবরাম নাপোলী এসোসিয়েশনের সভাপতি ফ্রাবিও আফ্রিকান এসোসিয়েশনের সভাপতি ইলারী ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়