শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীর বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আঞ্জুমান আরা আইভি। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে উত্তর আদাবরের ঢাকা হাউজিংয়ের ১/২ নম্বর বাসায় ঘণ্টাব্যাপী পুলিশ অবস্থান করেন বলে জানান আইভি।

তিনি বলেন, ‘বিকেলে বিনা অনুমতিতে সাদা পোশাকের ৫/৭ জন পুলিশ পরিচয়ে আমাদের বাসায় প্রবেশ করেন। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না।’

আইভি আরও বলেন, ‘পুলিশের দল জানতে চান আমাদের সিসি টিভির ফুটেজ কোথায়? এ সময় বিনা অনুমতিতে আপনারা কেন বাসায় প্রবেশ করেছেন জানতে চাইলে তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন।’

রিজভীর স্ত্রী বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত পুলিশের একটি ভ্যান, ২টি সাদা মাইক্রোবাস আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। আমি বাসায় একমাত্র নারী। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমি আতঙ্কিত।’

এ বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমরা কোনো বাসায় অভিযান চালাইনি। আর আদাবরে যে বিএনপি নেতা রিজভীর বাসা রয়েছে, সে বিষয়েও আমি জানতাম না।’

প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ৬ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়