শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভীর বাসায় পুলিশি তল্লাশির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় সাদা পোশাকের পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আঞ্জুমান আরা আইভি। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে উত্তর আদাবরের ঢাকা হাউজিংয়ের ১/২ নম্বর বাসায় ঘণ্টাব্যাপী পুলিশ অবস্থান করেন বলে জানান আইভি।

তিনি বলেন, ‘বিকেলে বিনা অনুমতিতে সাদা পোশাকের ৫/৭ জন পুলিশ পরিচয়ে আমাদের বাসায় প্রবেশ করেন। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না।’

আইভি আরও বলেন, ‘পুলিশের দল জানতে চান আমাদের সিসি টিভির ফুটেজ কোথায়? এ সময় বিনা অনুমতিতে আপনারা কেন বাসায় প্রবেশ করেছেন জানতে চাইলে তারা উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন।’

রিজভীর স্ত্রী বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত পুলিশের একটি ভ্যান, ২টি সাদা মাইক্রোবাস আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। আমি বাসায় একমাত্র নারী। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আমি আতঙ্কিত।’

এ বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমরা কোনো বাসায় অভিযান চালাইনি। আর আদাবরে যে বিএনপি নেতা রিজভীর বাসা রয়েছে, সে বিষয়েও আমি জানতাম না।’

প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ৬ ফেব্রুয়ারি থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়