শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৪ মার্চ, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিতাভের নিউ লুক ভাইরাল!

রবিন আকরাম: ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর শুটিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বিগ বি-র অসুস্থতার খবর পেয়ে মুম্বাই থেকে যোধপুরে উড়ে যায় চিকিত্সকদের একটি দল। অসুস্থ হওয়ার পরই প্রথমে সিটি স্ক্যান এবং পরে এমআরআই করা হয় বিগ বি-র। বলিউডের মেগাস্টারের অসুস্থতা নিয়ে যখন জল্পনা শুরু হয়, সেই সময় ভাইরাল হল একটি ছবি।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, যে ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে, তা নাকি অমিতাভ বচ্চনের। শুধু তাই নয়,‘ঠাগস অফ হিন্দুস্থান’-এ নাকি এই লুকেই দেখা মিলবে অমিতাভের।

যদিও ওই ছবি ভাইরাল হওয়ার পর পরই আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম পালটা দাবি করে, ওই ছবি নাকি বিগ বি-র নয়। স্টিভ ম্যাককারি এক আলোকচিত্রি পাকিস্তানে বসবাসবাসী সম্প্রতি এক আফগান শরনার্থীর ছবি তোলেন। সেই ছবিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল সাইটে। পাকিস্তানে বসবাসকারী ওই আফগান শরনার্থীর ছবিকেই বেশ কিছু সংবাদমাধ্যম ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এ অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক বলে দাবি করে ধোঁয়াসা ছড়ায়।

স্টিভ ম্যাককারি কথায়, ২০১৭ সালের ২৭ জানুয়ারি শাহবাজ নামে ওই আফগান শরনার্থীর ছবি তিনি তুলেছিলেন। পাকিস্তান থেকেই বছর ৬৮-র শাহবাজ নামে ওই ব্যক্তির ছবি তোলেন স্টিভ। ম্যাককারির ওই ছবিই এরপর ভাইরাল হয়ে যায়। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়