শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১১ মার্চ, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ১১ মার্চ, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’

আবু সুফিয়ান রতন: এটিএন বাংলায় আজ (১১ মার্চ) রাত ৮ টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, শবনম ফারিয়া, আরফান আহমেদ, বাঁধন, নওশীন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, আবুল হায়াত, কে.এস ফিরোজ, সাবেরী আলম, শাহাদাৎ, জয়রাজ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্রাবণ প্রমুখ।
মেধাবী চরিত্রবান ছেলে অর্কর জীবনে প্রায় সবকিছুই গোছানো। ভালো একটা চাকরির অফার আছে, পাশাপাশি উচ্চশিক্ষার জন্য জাপানে স্কলারশীপেরও চেষ্টা চলছে। শমীর সাথে তার তিন বছরের এ্যাফেয়ার শেষে কাল এনগেজমেন্ট। সারা বাড়িতে বিয়ের তোড়জোড়। কিন্তু হঠাৎ করে রাতে অর্কদের বাড়িতে গোয়েন্দা পুলিশ এসে অর্ককে ধরে নিয়ে যায়। গোয়েন্দা কার্যালয়ে অর্ককে জুই নামে একটি মেয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়..যাকে পুলিশ খুঁজছে। দু’দিন আগে পুলিশ জুইয়ের বাসায় অভিযান চালায়। সেখানে তারা একটি ডায়রী পায়.. যেখানে অর্ক সম্পর্কে অনেক কিছু লেখা। কিন্তু অর্ক জানায় এই নামের কোন মেয়েকে সে চেনে না।
এদিকে অর্কর বাবা উপর মহল ধরে দ্রুতই অর্ককে ছাড়িয়ে আনে। কিন্তু এরই মধ্যে পাড়া প্রতিবেশিসহ দুএকটা পেপারে অপরাধী হিসাবে অর্কর নাম চলে আসে। অনিবার্য কারণে অর্কর বিয়েটা ভেঙ্গে যায়, কনফার্ম চাকরী হাতছাড়া হয়, অর্কর ছোটবোন নেহার সাথে অপুর এ্যাফেয়ারও এ কারনে ভেঙ্গে যায়, অর্কর বড় ভাই-ভাবী বাসায় হুলুস্থুল বাধিয়ে দেয়। এতবড় ঘটনায় এখন তারা সমাজে মুখ দেখাবে কি করে ? মাত্র ২৭ ঘন্টা হাজতে থাকার কারণে অর্কর ২৭ বছরের গোটা জীবনটাই যেন ওলট পালট হয়ে যায়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়