শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০৬ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারকে নিয়ে দেশে-বিদেশে চক্রান্ত চলছে : কাদের

আহমেদ জাফর: দুর্নীতি মামলায় খালেদা জিয়া গ্রফতার হওয়ার ইস্যু নিয়ে সরকার পতনের জন্য দেশে-বিদেশে চক্রান্ত চলছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার গুলশান ইয়ূথ ক্লাবের মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ জনসভা সফল করার লক্ষে কর্মীসভায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোথায় কোথায় চক্রান্ত চলছে কারা করছে সে খবরা খবর আমাদের কাছে আছে। বিএনপি চুরাগলি দিয়ে ক্ষমতায় আসতে চাই। সময় যতোই এগিয়ে যাচ্ছে ততোই প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। নির্বাচনকে সামনে রেখে জনগণ আন্দল চায় না। আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি কর্মসূচী দেয়নি। তুফান কিন্তু ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরী।

বিএনপিকে ইঙ্গিত দিয়ে বলেন, প্রতিপক্ষ যারা আছে তারা হলো পাকিস্তানের বন্ধুরা। এখন জনগণই ভালো জানে। তারা ক্ষমতায় পাকিস্তানের শক্তিকে বসাবে। নাকি স্বাধীনতা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বসাবে।

খালেদা জিয়ার কারাদ- প্রসঙ্গে বলেন, বাংলাদেশে কোনো নেতা বা নেত্রীর কারাদ- হলে পাকিস্তানের সংসদে এদেশকে নিয়ে কটাক্ষ করা হয়। কারণ পাকিস্তানের বন্ধুরা এক্ষেত্রে উৎসাহ দেয়। পাকিস্তানের বন্ধুরা লেগেই আছে আমাদের পিছে। উন্নয়নের সবদিক থেকে আমরা এগিয়ে আছি । আমাদের শুধু পরমানু বোমা নেই। পরমানু বোমা দরকার নেই। আমাদের ১৬ কোটি মানুষই যথেষ্ট। সকল অপশক্তি জনগণ নিয়ে পরাজিত করা হবে। এটাই আমাদের সম্বলও পুঁজি।

সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, স্লোগান দেওয়ার সময় উস্কানিমমূলক ও লাগামহীন বক্তব্য দেবেন না। দায়িত্ব নিয়ে কথা বলবেন। কার উপর আক্রমণ নয় আক্রান্ত হলে জবাব দিবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব একে এম রহমতুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাদেক খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়