শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৮ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ভাষা মানুষকে স্মার্ট’ই করে না, স্মৃতিশক্তিও বাড়িয়ে দেয়

সাঈদা মুনীর: বিজ্ঞানীরা বলছেন, নতুন কোনো ভাষা শিখলে তা শুধু মানুষকে স্মার্ট’ই করে না, তার স্মৃতিশক্তিকেও বাড়িয়ে দেয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, একাধিক ভাষা জানা মানুষের জ্ঞানের পরিধি এবং বুদ্ধিমত্তা অন্য সবার চাইতে অনেক বেশি হয়ে থাকে।

সাধারণত মানুষ তার মাতৃভাষায় কথা বলতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তবে কাজের প্রয়োজনে ভিনদেশের ভাষাও শিখতে হয় অনেককে। কেউ কেউ আবার একাধিক ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। যা জ্ঞানের মাত্রাকে আরও বৃদ্ধি করে থাকে। তবে নতুন নতুন ভাষা শেখা শুধু জ্ঞানের পরিধি বৃদ্ধি করে না, নতুন ভাষা শিক্ষা মস্তিষ্কের নানা রোগ এবং অকার্যকারিতার ঝুঁকি থেকে রক্ষা করে বলেও বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন।

বিজ্ঞানীরা বলছেন, নতুন নতুন ভাষা শিক্ষা আলঝাইমার’এর মতো প্রতিকার অযোগ্য মস্তিষ্কের রোগের আক্রমণ কিছুটা হলেও পিছিয়ে দেয়।

নতুন ভাষা শিক্ষা শুধু মস্তিষ্কের জন্যই উপকারী নয়, শরীরের জন্যও সমান ফল বয়ে আনে। বিজ্ঞানীরা বলছেন, বেশ কয়েকটি ভাষায় অনর্গল কথা বললে স্ট্রোকে আক্রান্ত দুর্বল হার্টের অধিকারী ব্যক্তির দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনাকে জোড়ালো করে।

বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যারা একাধিক ভাষা জানেন তাদের মস্তিষ্কের আকারও অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। একই সঙ্গে স্মৃতি শক্তিও অনেকাংশে বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের সঞ্চালন অন্য সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। ফলে তাদের মস্তিষ্কের কার্যকারিতাও থাকে অনেক বেশি।

নতুন নতুন ভাষা শিখলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বৃদ্ধি পেতে দেখেছেন বিজ্ঞানীরা। অর্থাৎ একাধিক ভাষা জানা মানুষেরা সাধারণের চাইতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী।একাধিক ভাষা জানা ব্যক্তিরা যে কোনো পরিস্থিতি সম্পর্কে বেশি সচেতন থাকেন। সেই সঙ্গে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যারা অঙ্কশাস্ত্র নিয়ে কাজ করেন তাদের অংকের পারদর্শিতাও অনেক বেড়ে যায়। তাদের সৃজনশীলতার মাত্রা অন্য ১০ জনের চাইতে বেশি এবং উন্নতমানের হয়ে থাকে, এছাড়া একাধিক ভাষা জানা ব্যক্তিরা প্রতিটি কথা ও কাজ গভীর মনোযোগের সঙ্গে করে থাকেন। কেননা তাদের মস্তিষ্ক বিদেশি ভাষা শোনার ক্ষেত্রে বেশি মনোযোগ দিয়ে থাকে। ফলে শ্রবণ ক্ষমতাও যায় বেড়ে।

একাধিক ভাষা জানা মানুষেরা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হতে পারে। ফলে আত্ম-বিশ্বাস বৃদ্ধি পায় যা তাকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে সাহায্য করে। তাছাড়া আত্ম-বিশ্বাস বেশি হওয়ায় দুশ্চিন্তাও তাদের কাবু করতে পারে না। ছোটবেলা থেকেই নতুন ভাষা শেখার চর্চা অব্যাহত রাখলে তা বেশি বয়সেও কার্যকর থাকে। চর্চায় এই ক্ষমতা আরও বৃদ্ধি পেতে থাকে।

অনেকের ধারণা, একাধিক ভাষা শিখতে গেলে মাতৃভাষাই গুলিয়ে ফেলার ঝুঁকি বেশি। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই ধারণা একদম ভুল। বরং যারা একাধিক ভাষা জানেন তারা মাতৃভাষার ক্ষেত্রেও অনেক বেশি দক্ষ হয়ে থাকেন।

এই একবিংশ শতকেও অনেক দেশ ও জাতি শিশুদের একাধিক ভাষা শিক্ষার ব্যাপারে অনিহা প্রকাশ করে থাকেন। তাদের ধারণা, এরফলে শিশুর বু্দ্ধির স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্থ হতে পারে। কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা এবং বুদ্ধির বিকাশের জন্য বর্তমানে একাধিক ভাষা শিক্ষার উপরই উন্নত দেশগুলো বেশি গুরুত্ব দিয়ে থাকে।

সুত্র: সায়েন্স এন্ড নেচার

  • সর্বশেষ
  • জনপ্রিয়