শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০০ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুলের অনুরোধে অনশন ভাঙলেন সেই বিএনপি নেতা

শাকির আহমদ, কুলাউড়া: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধে টানা ১৪৭ ঘন্টা (এক সপ্তাহ) পর আমরণ অনশন ভাঙলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. আবেদ রাজা।

সাংবাদিকদের উপস্থিতিতে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের মোবাইলে আলাপচারিতার এক পর্যায়ে আবেদ রাজাকে অনশন ভাঙার জন্য অনুরোধ করেন মহাসচিব।

পরে জেলা বিএনপি সভাপতি নাসের রহমান অনশনরত আবেদ রাজার মুখে কোমল পানীয় মুখে দিয়ে অনশন ভাঙান। এসময় জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর বিএনপির সভাপতি মো. হেলু মিয়া, আশিক মোশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহুর রহমান, কুলাউড়া বিএনপির সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে বিএনপি নেতা অনশন ভাঙেন। অনশন ভাঙার আগে বিএনপি নেতা আবেদ রাজা বলেন, মহাসচিব আমাকে বলেছেন অনশন ভাঙার জন্য। এই আন্দোলন একটি সম্মিলিত আন্দোলন এবং জাতীয়তাবাদী দল সেই আন্দোলন করছে। আমার এই আন্দোলন সকলকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। জীবন বিপন্ন করে আমার একটাই শ্লোগান ছিলো, আমার নেত্রী, আমার মায়ের মুক্তি চাই।

এসময় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, উনি প্রায় এক সপ্তাহ ধরে অনশন করছেন। উনি যে বার্তা পৌছাতে চেয়েছিলেন, সেই বার্তা দল এবং দেশবাসীর কাছে পৌছে গেছে। দলের কেন্দ্রীয় মহাসচিবের পরামর্শে আমি এখানে এসেছি এবং উনার অনুরোধে আবেদ রাজাকে অনশন ভাঙাচ্ছি। উনি দলের নিবেদিত প্রাণ। দলের এই সঙ্কটাপন্ন সময়ে তিনি অনেক সাহসী ভূমিকা পালন করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করার সময় ৫ দফা দাবি নিয়ে কুলাউড়ার স্বাধীনতা সৌধে বিএনপি নেতা আমরণ অনশন শুরু করেন। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ১টায় কুলাউড়া হাসপাতালে ভর্তি হয়েও তিনি অনশন চালিয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়