শিরোনাম
◈ বিশ্বকাপের টিকিটের দামবৃদ্ধিতে পাত্তাই দিলেন না ফিফা সভাপতি ◈ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ খালেদা জিয়ার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হচ্ছে বাসভবন ফিরোজায় ◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০৩ রাত
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ৭০ ভাগ আমেরিকানের সমর্থন

লিহান লিমা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন আমেরিকার বৃহত্তর অংশের নাগরিক।

সিএনএনএর পুলে দেখা যায়, ট্রাম্পের ভাষণ চলাকালীন সময়ে দর্শকদের মধ্যে ৭০ ভাগ তাকে সমর্থন করেছেন ও ৪৮ ভাগ ট্রাম্পের এই ভাষণ সম্পর্কে অত্যন্ত ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন এবং ভাষণ শেষ হওয়ার পর এটি ৪৮ থেকে ৫৭ ভাগে গিয়ে পৌছায়। এতে দেখা যায়, ২২ ভাগ বলেছেন, তারা কিছুটা আস্থা রাখতে পারেন এবং মাত্র ২৯ ভাগ দর্শক ট্রাম্পের ভাষণের বিষয়ে নেতিবাচক ধারণা দেখিয়েছেন।

৬২ ভাগ বলেছেন, ট্রাম্পের নীতি দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। অন্যদিকে ৩৫ ভাগ বলেছেন ট্রাম্প ভুল পথে দেশ চালাচ্ছেন।  তবে ট্রাম্পের এই ভাষণের প্রতি সমর্থন দিলেও, ট্রাম্প প্রেসিডেন্সি চালিয়ে যেতে পারবেন কি না, তা নিয়ে বিভক্ত নাগরিকরা। ৪২ ভাগ বলেছেন তারা প্রেসিডেন্টের সক্ষমতার ওপর বিশ্বাস রাখেন, অন্যদিকে ১৫ ভাগ বলেছেন তারা কিছুটা বিশ্বাস রাখতে পারেন এবং ৪৩ ভাগ বলেছেন তারা ট্রাম্পের সক্ষমতা ও দক্ষতার প্রতি বিশ্বাসি নয়।

সিএনএন ও এসএসবিসির এই সমীক্ষায় আরো দেখা যায়, ২০১০ সালে বারাক ওবামার ভাষণের পর তার নেট সমর্থন ছিল ৭৮ ভাগ এবং কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে তিনি ৬৮ ভাগ সমর্থন কুঁড়িয়েছিলেন। তবে ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশ, ২০১০ সালে বারাক ওবামা ও ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প তিনজনই ৪৮ ভাগ অত্যন্ত ইতিবাচক সমর্থন পেয়েছেন। সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়